মুসলমানকে খাওয়ার অমুসলিম পলিসি
“রাগীব আলী একজন জালিয়াত, মিথ্যুক.....” ইত্যাদি বলে কাউকে কাউকে দেখলাম তারাপুর চা বাগানে হিন্দুদের মন্দির বানানোয় বৈধতা দিতে চাইছে।
খুব ভালো কথা। কিন্তু মনে রাখবেন, এটাই কিন্তু অমুসলিমদের পলিসি। তারা মুসলমানদের খাওয়ার জন্য প্রথমে তাকে একটা ট্যাগ ব্যবহার করে বিছিন্ন করে নেয়। এরপর তাকে সহজেই গলাধকরণ করে, ঠিক যেভাবে বাঘ হরিনকে দল থেকে বিচ্ছিন্ন করে খেয়ে ফেলে।
যাই হোক, আজকে রাগীব আলীকে জালিয়াত, অপরাধী বলে ট্যাগ দিয়ে বিচ্ছিন্ন করা হচ্ছে। কালকে যে আপনাকেও জালিয়াত/জঙ্গী বলে খেয়ে ফেলবে না, তেমনটা কিন্তু বলা যাচ্ছে না।
মনে রাখবেন রাগীব রাবেয়ার মাধ্যমে বাংলাদেশে হিন্দু কর্তৃক মুসলিম উচ্ছেদ কেবল শুরু। তাই শুরুতেই প্রতিবাদী হউন।
সবাই একযোগে বলুন-
-বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্তের পুনরাবৃত্তি করা যাবে না।
-মুসলিম উচ্ছেদ করে হিন্দুদের জমি দেওয়া চলবে না।
-অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন ও দেবোত্তর সম্পত্তি আইন বাতিল করুন।
-তারাপুরে মুসলিম উচ্ছেদ বন্ধ করো ।
-রাগীব-রাবেয়া’ মেডিকেল কলেজ ভাঙ্গা যাবে না।
- মন্দির অন্যত্র বানাও ৩০০০ হাজার পরিবারকে উচ্ছেদ করে নয়।
-তারাপুরে একাধিক মসজিদ, স্কুল, কলেজ, ব্যবস্থা প্রতিষ্ঠান রক্ষা করো ।
No comments