Header Ads

ad728
  • Breaking News

    পিনকীয়-২: কথিত সেক্যুলার হিন্দুরাও কি কম মুসলিম বিদ্বেষী ?

    পিনাকি তার স্ট্যাটাসে বলতে চেয়েছে- বাংলাদেশে হিন্দু বিদ্বেষ ছড়ানো হলে বা তার মাধ্যমে হিন্দু নিগ্রহ হলে সেটার রাজনৈতিক ফায়দা নেবে মোদি। এতে মোদি ভারতে মুসলমান বিরোধী রাজনীতির পালে হাওয়া তুলবে। আমার কথা হচ্ছে- আচ্ছা মোদি ও তার বিজেপি কি এতদিনে কম মুসলিম বিরোধী রাজনীতি করেছে যে নয়ন চ্যাটার্জির জন্য তাদের সাম্প্রদায়িকতা বন্ধ করে বসে আছে ? আর মোদি কি শুধু একাই সাম্প্রদায়িকতা করে ? ভারতের বাকি হিন্দুরা কি ধোয়া তুলসি পাতা ? মমতা বন্দোপাধ্যায় এবার তো উপর দিয়ে খুব বলেছিলো- ‘গরু জবাই করলে সমস্যা নাই।’ কিন্তু তারপরও তো ঈদের দিন গরুর মাংশ রাখার অপরাধে মা-ছেলেকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গে তো বিজেপি নাই, তারপরও সরকারি হিসেবে মুসলিম জনসংখ্যা ২৫.২ % থাকার পরও চাকুরী হার কেন ২.১ % ? পশ্চিমবঙ্গ-বিহারের এক হাজার মুসলিম অধ্যুষিত গ্রামে কেন কোন বিদ্যালয়ই নেই ? পশ্চিমবঙ্গে তো বিজেপি নাই, সেখানে তো পিনাকির মত সেক্যুালারা দেশ চালায়। তারপরও সেখানে কেন মুসলিম নিপীড়ন ?? কথায় বলে- “সব মাছে গু খায়, দোষ হয় ঘাওড়া মাছের।” সব হিন্দু মুসলিম বিদ্বেষ দেখায়, আর দোষ হয় বিজেপির। পিনাকি মোদির জন্য হিন্দুদের দোষ দিতে চায় না। অথচ মোদিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে হিন্দুরা । মোদি ২০০২ সালে গুজরাট গণহত্যার কসাই, মোদি যে ৩টি নির্বাচনী ওয়াদা নিয়ে নির্বাচনে দাড়িয়েছিলো তিনটি ছিলো ইসলাম বিরোধী। সেই নির্বাচনী ওয়াদা দেখেও ভারতীয় হিন্দুদের শতকরা ৮০% মোদিকে ভোট দিয়েছে। মোদির নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধী থেকে মোদির ভোট প্রাপ্তি ছিলো ৮ গুন বেশি। যে সাম্প্রদায়িক হিন্দুরা মোদিকে নির্বাচন করলো, সেই হিন্দুদেরকে আপনি সাম্প্রদায়িক বলতে পারবেন না ? তাদের সাম্প্রদায়িক মুখোশ উন্মোচন করতে পারবেন না ? বললে উল্টো আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন ?? আশ্চর্য !! আসলে পিনাকী অনেক পুরাতন ইসলাম বিদ্বেষী গ্রুপে সদস্য। সে দেখছে নয়নের লেখার কারণে হিন্দুদের সাম্প্রদায়িক মুখোশ উন্মোচন হচ্ছে, এখন সে ভিন্ন রূপ ধরে নয়নের বিরোধীতা করছে। পিনাকী যদি এতই ভালো হতো, তবে তার উচিত ছিলো হিন্দু বীর যুব সংঘ, সুশু পাঠা, বাঙালী হিন্দু পোস্ট, জুলিয়াস সিজারসহ সকল হিন্দুদের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়া। কিন্তু সেটা সে দেয় নাই। এ দ্বারা প্রমাণ হয় পিনাকী নিজেও উগ্র হিন্দু গ্রুপেরই অনুসারী, শুধু পলিসিটাই ভিন্ন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728