Header Ads

ad728
  • Breaking News

    শ্রাবণ প্রকাশনীর মালিক নাকে খত দিয়ে বলেছে- সে ইসলামবিদ্বেষী কোন বই প্রকাশ করবে না।


    শুনলাম শ্রাবণ প্রকাশনীর মালিক রবিন আহসান নাকে খত দিয়ে বলেছে- আসছে বইমেলায় সে ইসলামবিদ্বেষী কোন বই প্রকাশ করবে না।

    এ সম্পর্কে বিডিনিউজ২৪ এ খবর প্রকাশ-

    একাডেমির পরিচালক মেলা উদযাপন কমিটির সদস্য সচিব জালাল বলেন, “গ্রন্থমেলার নীতিমালা পরিপন্থি কোনো কার্যক্রম করবে না এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন বই প্রকাশ করবে না - এ শর্তে অঙ্গীকারনামা পাঠালে বাংলা একাডেমি শ্রাবণ প্রকাশনীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।”

    এর উত্তরে রবিন আহসান বলেছে-

    বইমেলার গঠনতন্ত্রে এমন নীতিমালা থাকায় তার স্বাক্ষর করতে ‘আপত্তি নেই’। ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন কোনো বই শ্রাবণ থেকে প্রকাশিত হয়নি জানিয়ে তিনি বলেন, “আর কখনও হবে না ।” (http://bit.ly/2ifVrCF)

    উল্লেখ্য, গত বেশ কিছুদিন যাবত শ্রাবণ প্রকাশনী বিজ্ঞাপন দিয়ে আসছিলো- আসছে ২০১৭ বইমেলায় নাকি তারা ধর্মবিদ্বেষী লেখিকা তসলিমা নাসরিনের নতুন বই প্রকাশ করবে। আরো উল্লেখ্য ২০১৬ সালে ঢাকার একুশে বইমেলায় তসলিমা কোন বই প্রকাশ করতে পারেনি, করেছে কলকাতা বইমেলায়। ২০১৫ সালেই ব্যাপক বিতর্কের কারণে আগামী প্রকাশনী তসলিমা নাসরিনের বইগুলো তুলে নেয়।


    ------------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728