Header Ads

ad728
  • Breaking News

    জাতীয় ঈদগাহ’র পাশে গ্রিক দেবীর মূর্তি স্থাপন কতটুকু যুক্তিসংগত ?


    জাতীয় ঈদগাহ ঘেষে নির্মাণ করা হচ্ছে গ্রিক দেবীর মূর্তি। যদিও দাবি করা হচ্ছে, মূর্তিটি সুপ্রীমকোর্ট প্রাঙ্গনে স্থাপন করা হচ্ছে, কিন্তু বাস্তবতা- জাতীয় ঈদগাহর সাথেই স্থাপিত হচ্ছে মূর্তিটি। এবং আর তথ্য হচ্ছে- সুপ্রীমকোর্টের যে গেইটটির চত্বরে মূর্তিটি স্থাপিত হচ্ছে সেটা জাতীয় ঈদগাহের একটি প্রবেশদ্বার হিসেবেও ব্যবহৃত হয়।

    আমার জানা মতে, ইসলাম ধর্ম অনুসারে মূর্তি সম্পূর্ণ নিষিদ্ধ, আর সেখানে গ্রিক পৌত্তলিকতার মূর্তি কোন যুক্তিতে আনা হচ্ছে সেটাই হতবাক হওয়ার মত বিষয়। এই মূর্তির মধ্যে না আছে জাতীয় চেতনার কোন সম্পর্ক, না আছে ধর্মীয় পরিচয়ের কোন সম্পর্ক। অহেতুক এই মূর্তিটি বসিয়ে সরকার শুধু শুধু ধর্মীয় অস্থিরতা ‍বৃদ্ধি করছে এবং মুসলমান ও আওয়ামী সরকারের মধ্যে দ্বন্দ্ব তৈরী করছে। আমার মনে হয়, সরকারের উচিত, দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসা, নয়ত ধর্মপন্থীদের সাথে অযথাই সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরী হতে পারে বলে মনে হয়।

    ------------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728