Header Ads

ad728
  • Breaking News

    সরকারই নায়ক, সরকারই ভিলেন, সরকারই পুলিশ। মাঝখান দিয়ে জনগনের জীবন সংকটাপন্ন


    একটা বাংলা সিমেনা কল্পনা করুন। যেখানে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্র-
    ১) নায়ক
    ২) ভিলেন
    ৩) পুলিশ (সিনেমার শেষ অংশে আইন নিজের হাতে তুলে নিবেন না- ডায়লগ দেয়)

    উপরের তিনটি চরিত্রেই এবার সরকার অবতীর্ণ।
    দুই নাস্তিকের রোড এক্সিডেন্টে মৃত্যুর জন্য বাস চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিলো সরকার।
    আবার সেই কারাদণ্ডের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনের ডাক দিলো সরকার (সরকারী মন্ত্রী শাহজাহান)
    আবার দুই গ্রুপের মধ্যে সমঝোতাও করলো সরকার।
    মাঝখান দিয়ে দুই দিনের ধর্মঘটে জনগণের উঠলো নাভিশ্বাস।

    আসলে বর্তমান আওয়ামী সরকার এত ট্যালেন্ট হয়ে গেছে, সে বিরোধীদলকে ইস্যু ক্রিয়েট করতেই দেয় না। সেই নিজে ক্রিয়েট করে, আবার নিজেই দমন করে, আবার নিজেই অভিভাবক হয়ে সমঝোতা করে।

    এই তো কিছুদিন আগে ঘোষণা দিলো, দুই দফা গ্যাসের দাম বৃদ্ধি করা হবে। একটি মার্চে, অন্যটা জুনে। আসলে সরকারের ইচ্ছা ছিলো ১ বার বৃদ্ধি করবে, কিন্তু প্রচার করলো দুইবার। যেন একটি বন্ধ হলেই জনগণ চুপ হয়ে যায়। এজন্য মার্চেরটা বৃদ্ধি করলো, আর জুনেরটা হাইকোর্টে রিট করে বন্ধ করে দিলো। মজার ব্যাপার হচ্ছে এই রিটটাও করলো সরকারপন্থী একটি সংগঠন ক্যাব। মানে সরকারই দাম বৃদ্ধি করতে চাইলো, সরকারই একটি বন্ধ করে অপরটি জারি করলো, মাঝখান দিয়ে মানসিকভাবে নিবৃত করা হলো জনগণকে।

    সত্যিই আওয়ামী সরকারের তুলনা হয় না।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728