Header Ads

ad728
  • Breaking News

    এই মঙ্গল শোভাযাত্রার কথা খোদ হিন্দু ধর্মগ্রন্থ মহাভারতে আছে ।


    সরকারি লেভেলে বার বার প্রচার করা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা নাকি হিন্দু ধর্মীয় সংস্কৃতি না। অথচ এই মঙ্গল শোভাযাত্রার কথা খোদ হিন্দু ধর্মগ্রন্থ মহাভারতে আছে । মহাভারতের দ্বিতীয় খণ্ডের ১০১ পৃষ্ঠায় মঙ্গলযাত্রা করার নির্দেশ দেয়া আছে। (সূত্র:http://bit.ly/2pauCn8)
    মহাভারতে পাওয়া গেলো মঙ্গলযাত্রার কথা, আচ্ছা কোরআন হাদীসে কি কোথাও মঙ্গলযাত্রার কথা আছে? যদি না থাকে তবে সেটা সার্বজনিন অনুষ্ঠান হয় কিভাবে ? মুসলমানরা সেটা পালন করে কিভাবে ?
    আচ্ছা, সরকার কেন জোর করে মুসলমানদের এই হিন্দু সংষ্কৃতি পালনে বাধ্য করছে ? কয়দিন আগে সরকার প্রধান ভারতে গিয়ে উগ্রহিন্দুদের সাথে আলাদা কোনো চূক্তি করে আসেনি তো ? জনগণ শুধু ৩৬ চূক্তির কথা জানে, আমার তো মনে হচ্ছে বাংলাদেশের মুসলমানদের হিন্দু বানাতে মোদির সাথে আলাদা চূক্তি হয়েছে শেখ হাসিনা। নয়ত অমঙ্গলপূজা নিয়ে সরকার প্রধানের এত তোজজোর করার কোন মানে হয় না।
    আরো দেখতে পারেন- হিন্দু ধর্মের মঙ্গল শব্দের ব্যবহার- http://bit.ly/2pd59Xc

    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    1 comment:

    1. এই চুদির ভাই, মহামতি আকবর এই মঙ্গোল শোভাযাত্রা শুরু করেছিল তা জানিস? না জেনে হিন্দু ধর্মের নাম কুৎসা রটানো কি স্বভাবে পরিণত হয়েছে তোদের? গাধা রাম ছাগল?

      ReplyDelete

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728