এনসিটিবি হিন্দু ধর্ম বইয়ের ভুল সংশোধন করলো, কিন্তু ইসলাম ধর্ম বইয়ের ভুল এড়িয়ে গেলো
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ৫ মাস পর ভুল সংশোধন করে নোটিশ দিয়েছে। তারা ৬টি সংশোধনী দিয়েছে, কিন্তু ইসলাম শিক্ষা বইয়ের কোরআন হাদীসের বানান ভুলগুলো সংশোধনী দেয়নি। এমনি আর কোন ভুল নেই বলে এনসিটিবি চেয়্যাম্যান উল্লেখ করেছে।
যেভুলগুলো তারা সংশোধনী দিয়েছে, সেগুলো হলো-
১) প্রথম শ্রেণির আমার বাংলা বইয়ের ৫৩ পৃষ্ঠায় ‘মৌ’ এর স্থলে ‘মউ’।
২) তৃতীয় শ্রেণির আমার বাংলা বইয়ের ৬৮ পৃষ্ঠায় কুসুমকুমারী দাশের আদর্শ ছেলে কবিতার বিস্তারিত সংশোধনী দেওয়া হয়েছে।
৩) তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ৫৮ পৃষ্ঠায় ‘সায়েরা বেগম’ এর স্থলে ‘সায়েরা খাতুন’ সংশোধনী এসেছে।
৪) তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সনের হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের পেছনের প্রচ্ছদে ‘Heart’ এর স্থলে Hurtহবে।
৫) পঞ্চম শ্রেণির আমার বাংলা বইয়ের তৃতীয় পৃষ্ঠায় ‘সমুদ’ বানান ঠিক করে ‘সমুদ্র’ করা হয়েছে।
৬) পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় ‘ঘোষনা’ বানানটি ঠিক করে ‘ঘোষণা’ করা হয়েছে।
এনসিটিবি চেয়্যারম্যান নারায়ণ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছে, “প্রাথমিক স্তরের বইয়ের মৌলিক ভুলগুলোর সংশোধনী দেওয়া হয়েছে, বইয়ের আর কোনো মৌলিক ভুল নেই। বড় ভুল ছিল আদর্শ ছেলে কবিতায়।”
(http://bit.ly/2pXE0aO)
একজন সিনিয়র মাদ্রাসা শিক্ষকের দেয়া তথ্য অনুসারে-২০১৭ সালের ৬ষ্ঠ ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ভুলগুলো:
১) পৃষ্ঠা-৩ : কালেমা তায়্যিবা লিখতে ২ বার ভুল হয়েছে, ১ স্থানে বানান অস্পষ্ট করা হয়েছে।
২) পৃষ্ঠা-৪ ও ৫ : কালেমা শাহাদাত লিখতে ৩ বার ভুল হয়েছে,
৩) পৃষ্ঠা-৬ : ইমান মুজমাল অধ্যায়ে শুরুতেই ভুল হয়েছে ১টি।
৪) পৃষ্ঠা-৯ : রিসালাত লিখতে বানান অস্পষ্ট করা হয়েছে ।
৫) পৃষ্ঠা-৩৫ : অপ্রচলিত শব্দ ব্যবহার করা হয়েছে, যা বাংলাভাষী শিক্ষার্থীদের আরবী ভাষা শিক্ষা করা আরো কঠিন হয়ে পড়বে।
৬) পৃষ্ঠা-৩৬ : বহুল প্রচলিত শব্দ ব্যবহার না করে অপ্রচলিত শব্দ ব্যবহার করা হয়েছে, যা বাংলাভাষী শিক্ষার্থীদের আরবী ভাষা শিক্ষা করা আরো কঠিন হয়ে পড়বে।
৭) পৃষ্ঠা- ৪৭ : হাদিস লিখতে ১টি ভুল ।
৯) পৃষ্ঠা- ৫৭ : সূরা ফাতিহা লিখতে ৬ নম্বর আয়াতে দুইটি ব্যকরণগত ভুল।
১০) পৃষ্ঠা-৫৯: সৃরা নাসের ১ম আয়াতে ১টি বড় ধরনের ভুল ।
১১) পৃষ্ঠা-৬১ ও ৬২ : সূরা ফালাক্বে ২টি ভুল (সব মিলিয়ে ৩টি) ।
১২) পৃষ্ঠা-৬৩ ও ৬৩ : সূরা হুমায়ায়ে ২টি ভুল (সব মিলিয়ে ৫টি ভুল)
১৩) পৃষ্ঠা- ৭১: হাদীস লিখতে ২টি ভুল, ২ স্থানে অপ্রচলিত শব্দের ব্যবহার, যা বাংলাভাষী শিক্ষার্থীদের আরবী ভাষা শিক্ষা করা আরো কঠিন হয়ে পড়বে।
১৪) পৃষ্ঠা-৮০ : হাদীস লিখতে ১টি ভুল।
১৫) পৃষ্ঠা-৮৩ : সূরা নহলের ৯০ নং আয়াত লিখতে ১টি ভুল। একটি হাদীস লিখতে ১টি ভুল।
১৬) পৃষ্ঠা-৮৮ : সূরা বাকারার ৪২ নং আয়াত লিখতে ১টি ভুল ।
১৭) পৃষ্ঠা-৮৯: ৩ স্থানে অপ্রচলিত শব্দ ব্যবহার করা হয়েছে, যা বাংলাভাষী শিক্ষার্থীদের আরবী ভাষা শিক্ষা করা আরো কঠিন হয়ে পড়বে।
ভুল ২৪টি, বানান অস্পষ্ট ২টি স্থানে, অপ্রচলিত শব্দ ব্যবহার করে আরো জটিল করা হয়েছে ৭ স্থানে । মোট সমস্যা ৩৩টি । (বিস্তারিত: http://bit.ly/2ji3FY2)
৫ মাস পর ভুল সংশোধন থেকেও বোঝা গেলো-
হিন্দু ধর্ম বইয়ের শেষে পাতায় সামান্য বানান ভুল গেলেও বিরাট সমস্যা, কিন্তু ইসলাম শিক্ষা বইয়ে কোরআন হাদীস বানান ভুল গেলে কোনই সমস্যা নাই।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments