ভাই ! অপরকে নিরুৎসাহিত না করে, পারলে নিজে কিছু করে দেখান। যদি না পারেন তবে চুপ যান
চুলকানি-১ : সুপ্রীম কোর্টের সামনে থেমিসের মূর্তি থাকলে সমস্যা কি ?
উত্তর : ভাই সুপ্রীম কোর্টের সামনে থেমিসের মূর্তি না থাকলে সমস্যাটা কি ?
উত্তর : ভাই সুপ্রীম কোর্টের সামনে থেমিসের মূর্তি না থাকলে সমস্যাটা কি ?
চুলকানি-২: গ্রিক দেবীর মূর্তির বিরুদ্ধে আন্দোলন অপ্রয়োজনী আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে অনেক প্রয়োজনীয় ইস্যু হারিয়ে যাচ্ছে।
উত্তর : ভাই কোনটা প্রয়োজনীয় আন্দোলন, আর কোনটা অপ্রয়োজনীয় আন্দোলন সেটা বোঝার ক্ষমতা আপনার হয় নাই। সংস্কৃতি মানুষের মূল অস্তিত্বের সাথে জড়িত। আপনাকে পরাজিত করার প্রথম স্টেপ হচ্ছে আপনার সংস্কৃতি কেড়ে নেয়া। আপনার উপর জোর করে ভিন্ন সংস্কৃতি চাপিয়ে দেয়া হচ্ছে, আর সেটার বিরুদ্ধে প্রতিবাদ করাকে আপনি বলছেন অপ্রয়োজনীয় আন্দোলন ? আপনার ভালো না লাগলে চুপ থাকুন, নিজে যে বিষয়ে আন্দোলন জাগাতে ইচ্ছুক সেটা নিয়ে স্ট্যাটাস দেন। আরেকজনের কাজে বাধা সৃষ্টি করা তো ভালো মানুষের লক্ষণ না।
উত্তর : ভাই কোনটা প্রয়োজনীয় আন্দোলন, আর কোনটা অপ্রয়োজনীয় আন্দোলন সেটা বোঝার ক্ষমতা আপনার হয় নাই। সংস্কৃতি মানুষের মূল অস্তিত্বের সাথে জড়িত। আপনাকে পরাজিত করার প্রথম স্টেপ হচ্ছে আপনার সংস্কৃতি কেড়ে নেয়া। আপনার উপর জোর করে ভিন্ন সংস্কৃতি চাপিয়ে দেয়া হচ্ছে, আর সেটার বিরুদ্ধে প্রতিবাদ করাকে আপনি বলছেন অপ্রয়োজনীয় আন্দোলন ? আপনার ভালো না লাগলে চুপ থাকুন, নিজে যে বিষয়ে আন্দোলন জাগাতে ইচ্ছুক সেটা নিয়ে স্ট্যাটাস দেন। আরেকজনের কাজে বাধা সৃষ্টি করা তো ভালো মানুষের লক্ষণ না।
চুলকানি-৩: গ্রিক দেবীর সরানোর বিরুদ্ধে এত উত্তেজনা ছড়ানো ঠিক না ?
উত্তর : নিশ্চয়ই দেখেছেন, যখন মূর্তি অপসারিত হচ্ছিলো, তখন বিরোধীপক্ষ আন্দোলন করছিলো, পরের দিন পুলিশের সাথে মারামারি হলো, দেশব্যাপী নাস্তিকরা কর্মসূচি দিলো। তখন তো আপনি কোন স্ট্যাটাস দেননি- ‘এত উত্তেজনা ছড়ানো ঠিক না।‘ তারমানে মূর্তির পক্ষে আন্দোলন হলে সমস্যা নাই, মূর্তির বিরুদ্ধে আন্দোলন হলেই আপনার যত সমস্যা ।
উত্তর : নিশ্চয়ই দেখেছেন, যখন মূর্তি অপসারিত হচ্ছিলো, তখন বিরোধীপক্ষ আন্দোলন করছিলো, পরের দিন পুলিশের সাথে মারামারি হলো, দেশব্যাপী নাস্তিকরা কর্মসূচি দিলো। তখন তো আপনি কোন স্ট্যাটাস দেননি- ‘এত উত্তেজনা ছড়ানো ঠিক না।‘ তারমানে মূর্তির পক্ষে আন্দোলন হলে সমস্যা নাই, মূর্তির বিরুদ্ধে আন্দোলন হলেই আপনার যত সমস্যা ।
চুলকানি-৪ : যে বিচারালয় অমুসলিম আইন দিয়ে পরিচালিত হয়, সেটার সামনে গ্রিক মূর্তি বসলো, কি না বসলো সেটা কোন বিষয়ই নয়।
উত্তর : ভাই বিচারালয় যখন অমুসলিম আইন শুরু করেছিলো তখন কি আপনি তার বিরুদ্ধে কোন প্রতিবাদ করেছিলেন ? যদি না করেন, তবে এখন বিচারালয়ের মূর্তির বিরুদ্ধে আন্দোলনকে নিরুতসাহিত করছেন কেন ? এমনও তো হতে পারে, যারা বাইরের মূর্তির বিরুদ্ধে বলছে, কয়েকদিন পরে তারা ভেতরের অসামঞ্জস্য আইন পরিবর্তন করতে বলবে। একদিনে তো সব কাজ হয় না। শুরুটা করতে দিন, বাকিটা হয়ে যাবে।
উত্তর : ভাই বিচারালয় যখন অমুসলিম আইন শুরু করেছিলো তখন কি আপনি তার বিরুদ্ধে কোন প্রতিবাদ করেছিলেন ? যদি না করেন, তবে এখন বিচারালয়ের মূর্তির বিরুদ্ধে আন্দোলনকে নিরুতসাহিত করছেন কেন ? এমনও তো হতে পারে, যারা বাইরের মূর্তির বিরুদ্ধে বলছে, কয়েকদিন পরে তারা ভেতরের অসামঞ্জস্য আইন পরিবর্তন করতে বলবে। একদিনে তো সব কাজ হয় না। শুরুটা করতে দিন, বাকিটা হয়ে যাবে।
আসলে কোন ভালো কাজেই নিরুৎসাহিত করা ঠিক নয়। কিন্তু একদল ব্যক্তি আছে যারা ইসলামী বেশ নিয়ে ভালো কাজে নিরুৎসাহিত করতে পটু। এদের বলবো- “ভাই ! অপরকে নিরুৎসাহিত না করে, পারলে নিজে কিছু করে দেখান। যদি না পারেন তবে চুপ যান। মনে রাখবেন, আপনার চিন্তাধারার মধ্যেই কেবল দুনিয়া পরিচালিত হয় না, সেই কুয়ার বাইরেও একটা বিরাট জগত আছে।“
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments