Header Ads

ad728
  • Breaking News

    আরে ভাদা ‘নাহিদ এনাম’ বাংলাদেশের মানুষ ভারতীয়দের মত আগ্রাসী না।


    ধিরে ধিরে তাহাদের মুখোশ উন্মোচন হচ্ছে
    এতদিন ছিলো চেতনার কথা বলে পাকিস্তান বিরোধীতা
    এরপর পাকিস্তানের বিরোধীতার কথা বলে ভারতের পক্ষ নেয়া
    এরপর ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশে ভারতের যাবতীয় অন্যায়-অত্যাচারের পক্ষে উকালতি করা।
    কতটা নিলর্জ্জ ভাদা হলে এমনটা করা সম্ভব ?

    আরে ভাদা বাংলাদেশের মানুষ ভারতীয়দের মত আগ্রাসী না।
    বাংলাদেশেও বহু ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ আছে, কিন্তু বাংলাদেশের সহনশীল মানুষ তাদের কিছু বলে না।

    ২০০৯ সালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের হিসেব মোতাবেক ৫ লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছে। (লিঙ্ক-http://bit.ly/2sA0Gjo) কিন্তু বাংলাদেশের মানুষের ধৈর্য আছে বলে ওদেরকে মেরে ফেলে না।

    গত বছর যমুনা টিভিতে একটা রিপোর্টে দেখা যায় পুলিশের চাকুরী অনেক পরিচয় বিহীন লোক ঢুকছে যাদের ভাষাও হুবুহু বাংলাদেশীদের মত না। (https://youtu.be/drNrmtaSJJg) কৈ তাদেরকে তো বাংলাদেশীরা মেরে ফেলে না।

    বাংলাদেশের বিদ্যুৎ বিভাগে প্রচুর পরিমাণে ভারতীয় নাগরিক কাজ করছে, সড়ক বিভাগে কাজ করছে অনেক ভারতীয় নাগরিক। এদের অনেকেরই বৈধকাগজ নেই, নেই ওয়ার্ক পারমিট, শুধুমাত্র আওয়ামলীগের সাথে লিয়াজো করে তারা কাজ করছে। আজকাল বিভিন্ন অফিসে ভারতীয় বিভিন্ন পন্য বিক্রয় করতে আসেন অনেক ভারতীয় নাগরিক, যাদের বৈধ কাগজপত্র তো নেই, এমনকি যে পন্যগুলো বিক্রি করতে আসছে সেগুলোরও অনুমোদন নেই। বাংলাদেশের মৌলভীবাজার সীমান্ত দিয়ে প্রচুর ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে চাকুরী করছে, এদের কোন অনুমোদন নেই। চট্টগ্রামের হাসপাতালগুলোতেও অনেক ভারতীয় নাগরিক বাংলাদেশী সেজে চাকুরী করছে। গত কয়েকদিন আগে চট্টগ্রামে ভারতের চেন্নাই থেকে ডা. অয়ন কুমার নামক এক ডাক্তার এসে দেড় হাজার টাকা ভিজিট দিয়ে রোগী দেখছিলো। বাংলাদেশে মানুষ জানতো, কিন্তু বাংলাদেশীরা এত অভদ্র নয় যে ভারতীয় পেলে পিটিয়ে মারবে।

    বাংলাদেশ-ভারত সীমান্তের বিষয়টি জটিল। সীমান্ত এলাকায় গেলে দেখা যায়, অনেক মানুষ বাংলাদেশের নাগরিক, কিন্তু তাদের আত্মীয়-স্বজন ভারতের বসবাস করে, উল্টোও আছে। যেহেতু আগে সীমান্ত ছিলো না, তাই দুইপাশের মধ্যে খুচরা কেনা-বেচা সব চলছে। আমি ৫-৭ বছর আগে ব্যক্তিগতভাবে বাংলাদেশ-ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত মাথাভাঙ্গা নদীর তীরে দাড়িয়ে বিষয়টা দেখছিলাম। দেখলাম বহু ভারতীয় বাংলাদেশের ভেতর প্রবেশ করছে, কিন্তু সেটা নিয়ে বাংলাদেশীদের কোন মাথাব্যাথ্যা নাই, কিন্তু বাংলাদেশীরা যেন ভারতের ভেতর প্রবেশ না করতে পারে সে জন্য তাদের চলছে সশস্ত্র পাহাড়া। ভারতীয় বিএসএফ নিজেই বাংলাদেশে বিভিন্ন চোরাচালানের সাথে যুক্ত এমন দলিলও আছে। বাংলাদেশ সীমান্তে দিয়ে প্রতিদিন বহু ফেনসিডিল প্রবেশ করে, কৈ কোন ফেনসিডিল ব্যবসায়ী তো মারা যায় না। সব কথা বড় কথা হচ্ছে, একটা লোক যদি অপরাধই করে তবে তাকে গুলি করে মেরে ফেলতে হবে, এই অধিকার তারা কোথায় পেলো ?

    ভারতীয়রা হিংসুটে, সভ্যতাহীন ও উম্মত্ত জাতি-এটা সবারই জানা। আর নাহিদ এনাম হিংস্র ভারতীয় জাতির পক্ষ নিয়ে, বাংলাদেশকে সংযত হতে বলে নিজেই নিজেকে ভাদা বানিয়েছে। গত কয়েকদিন আগে বাংলাদেশ ভারতের কাছে ক্রিকেট খেলায় হেরেছে, কিন্তু কেউ দেখাতে পারবে না বাংলাদেশে কোন হিন্দুর উপর হামলা হয়েছে, যদিও বাংলাদেশের হিন্দুরা ৯৯% ভারতীয় নাগরিক। অপরদিকে ভারত যখন পাকিস্তানের কাছে হারলো তখন তারা ভারতের মুসলমানদের বাড়িঘরে হামলা চালালো, আগুন দিয়ে পুড়ালো। এমনি প্রশাসনের পক্ষ থেকে মুসলমানদের গ্রেফতার পর্যন্ত করা হলো।

    আসলে-
    চেতানাবাজরা ধিরে ধিরে মুখোশ খুলে ডাইরেক্ট ভারতীয় হিসেবে নিজেদের প্রমাণ করছে। গত কয়েকদিন আগে গণজাগরণ মঞ্চের এক কর্মী ভারতে গিয়ে ভারতীয় নাগরিক হতে চেয়েছে। সোজা বলেছে- আমি বাংলাদেশের থেকে ভারতীয় নাগরিক হলে বেশি সম্মানি হবো (http://bit.ly/2tMZQ2v) এরপর ভাদা আরিফ রহমান গেলো আর এবার নাহিদ এনাম ।
    ছি : ছি: আর কত নতুন ভাদা দেখবো।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728