Header Ads

ad728
  • Breaking News

    রোহিঙ্গা মরছে, বেশ খুশি হয়েছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়


    রোহিঙ্গা মরছে, এতে বাংলাদেশের মুসলমানরা দুঃখ পেলেও বেশ খুশি হয়েছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। রোহিঙ্গা নিয়ে ফেসবুকে তাদের প্রতিক্রিয়া দেখলে বিষয়টি ভালোভাবেই স্পষ্ট হয়। শুধু তাই না, বাকি রোহিঙ্গারা যেন বাংলাদেশে প্রবেশ করে জান বাচাতে না পারে, সে ব্যাপারেও তারা বেশ আগ্রহী।

    রাজ সরকার রিংকু নামক বাংলাদেশের এক হিন্দু ছেলের ফেসবুক পোস্টের link দিলাম। সেখানে রোহিঙ্গা মুসলিম গনহত্যায় সাফল্যের জন্য পুরনায় অং সাং সুকিকে নোবেল পুরষ্কার দেয়ার দাবি করেছে (http://archive.is/Bt2w9)। অন্য হিন্দুরা কমেন্টে বিষয়টিকে সাপোর্টও করেছে। আমি জানি, হিন্দুদের প্রতি অতি সুধারণার কারণে এ ধরনের পোস্ট দেখলে যে কেউ হয়ত রিভার্স/ব্যঙ্গ পোস্ট ভাববে। কিন্তু বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের রক্ত দেখলে কতটা খুশি হয়, সেটা বোঝাতে আরেকটি পোস্টের স্ক্রিনশট দিলাম। মায়ানমারে রোহিঙ্গাদের হত্যা করা হয়েছে বাঙালী বলে, একই সিস্টেমে পশ্চিমবঙ্গে বাংলাভাষী মুসলমানদেরও যেন বাংলাদেশী বলে তাড়িয়ে দেয়া হয়, সেটাতে উস্কানি দিচ্ছে এই ছোকরা (http://archive.is/1p50R)। চিন্তার পরিধিটা একটু বাড়ান, বুঝবেন- আপনার পাশে বসে থাকা সেই অসহায় হিন্দুটা আসলে মনে মনে কি চিন্তা করছে ??

    বছর দেড়ের আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম (http://bit.ly/2xqSZSb), সেখানে বাগেরহাটের এক হিন্দু (নাম-সৌমিত্র শেখর) বক্তব্য উদ্ধৃত করেছিলাম-
    “ইশ ! যদি এমন একটা পৃথিবী হতো, যেখানে মুসলমান বলে কিছু থাকবে না, তবে কতই না ভালো হতো।”

    নোয়াখালি জেলার নয়ন সাহা নামক এক হিন্দুও বলেছিলো-“ভারতে একটি এপ্রিল ফুল প্রয়োজন ছিলো।”
    মানে এপ্রিল ফুলের মাধ্যমে স্পেন থেকে মুসলমানদের যেভাবে তাড়ানো হয়েছে, ঠিক তেমনি ভারতের মুসলমানদের যেন সেভাবেই নিঃশেষ করা হলেই মুসলিমমুক্ত ভারত সৃষ্ট হতো।

    আজকে যে হিন্দুটিকে আপনি আদর করে ভাই ডাকছেন, চাকুরী দিচ্ছেন, তার পূজায় যাচ্ছেন, তার সংস্কৃতি পালন করছেন, সেই হিন্দুটি কিন্তু কল্পনায় মুসলিমমুক্ত পৃথিবী চাচ্ছে। বলাবাহুল্য সুযোগ পেলে সেটা সে বাস্তবায়নও করছে।

    সূকির হাতে যখন রোহিঙ্গাদের রক্ত, ঠিক সেই সময় মোদি সূকির সাথে গিয়ে হাত মিলিয়েছে, তার গণহত্যায় সমর্থন দিয়েছে। এতে অনেকেই মোদির সমালোচনা করেছে দেখলাম। কিন্তু আপনি কি জানেন, মোদির সেই দলের সাথে বাংলাদেশী হিন্দুদেরও প্রতিনিধি ছিলো ? হ্যা বাংলাদেশের হিন্দুদের প্রতিনিধিও মোদির সাথে সুকিকে সমর্থন করেছে (http://archive.is/YJtdR) এবং সেই প্রতিনিধি দেশে ফিরে আসার পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাকে গলায় মালা দিয়ে বরণ করেছে (http://archive.is/Q7XHy)।

    আমি আপনাদের একটা কথা বার বার বলছি, রোহিঙ্গা সমস্যার পেছনে অন্যতম একটি কারণ ছিলো রাখাইনের গ্যাস সম্পদ। এবং এও বলেছি- রাখাইন উপকূলে যে পরিমাণ গ্যাস সম্পদ আছে তার থেকে ঢের বেশি আছে বাংলাদেশ উপকূলে। তাই আজকে যেভাবে রোহিঙ্গাদের তাড়ানো হচ্ছে, দুইদিন পর বাংলাদেশী মুসলমানদেরও সেভাবে তাড়ানো চেষ্টা হবে। কিন্তু কথা হলো, তখন দেশের মধ্যে কোন গোষ্ঠটি বিদেশীদের সাথে মিলে রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হবে ?

    আমি নিশ্চিত বর্তমান হিন্দুরা্ তখন বিদেশীদের সাথে মিলে বাংলাদেশী গণহত্যায় লিপ্ত হবে। মুসলমানদের রক্ত পান করা বহু দিনের বাসনা, সুযোগ পেলে সেটা তারা ছাড়বে কেন ? বলুন??



    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728