প্রসঙ্গ: মায়ানমারের বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন প্রতিক্রিয়া- ছি: বাংলাদেশ ছি:
বাংলাদেশের সামরিক ও নিরাপত্তার জন্য বাৎসরিক বাজেট আনুমানিক ৬ বিলিয়ন ডলার। বাংলাদেশী টাকায় এর পরিমাণ হয় আনুমানিক ৫০ হাজার কোটি টাকা। সারা বছর বাংলাদেশের মানুষের থেকে সেই টাকা ট্যাক্স/আয়কর/ভ্যাট হিসেবে কেটে নেওয়া হয়।
কিন্তু এই যে ৬ বিলিয়ন ডলার খরব করা হচ্ছে, এর বিনিময়টা কি ?
আপনি আপনার পকেটের টাকা খবচ করে বিরাট নিরাপত্তা বাহিনী পালছেন শুধু কি সকাল-বিকাল লেফট-রাইট প্যারেড দেখার জন্য ? নাকি আরো কিছু চাহিদা আছে তাদের থেকে ?? জনগনের টাকায় চলা এই বিরাট বাহিনী জনগণের জন্য কতটুকু কাজ করে ??
আপনি আপনার পকেটের টাকা খবচ করে বিরাট নিরাপত্তা বাহিনী পালছেন শুধু কি সকাল-বিকাল লেফট-রাইট প্যারেড দেখার জন্য ? নাকি আরো কিছু চাহিদা আছে তাদের থেকে ?? জনগনের টাকায় চলা এই বিরাট বাহিনী জনগণের জন্য কতটুকু কাজ করে ??
আজকে একটা খবর খুবই পীড়াদায়ক মনে হলো আমার কাছে।
মায়ানমার নাকি বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে। এর জন্য মায়ানমারের রাষ্ট্রদূতের কাছে নাকি প্রতিবাদ জানানো হয়েছে।
কিন্তু মজার বিষয় হচ্ছে- গত আগস্টের ২৭ ও ২৮ এবং এ মাসের ১ তারিখেও কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছিল। তখনও একই কায়দায় প্রতিবাদ জানানো হয়েছিলো। কিন্তু সেই প্রতিবাদের গুরুত্ব মায়ানমারের কাছে কতটুকু ওজন রাখে তার প্রমাণ সেপ্টেম্বরের ১০, ১১, ১৫ তারিখেও আকাশসীমা লঙ্ঘন দ্বারা বোঝা যায়। কিন্তু তারপরও এক্ই কায়দায় প্রতিবাদ জানানো হলো। কতটা নিকৃষ্টমানের পররাষ্ট্রনীতি হলে এ ধরনের আচরণ করা যেতে পারে।
মায়ানমার নাকি বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে। এর জন্য মায়ানমারের রাষ্ট্রদূতের কাছে নাকি প্রতিবাদ জানানো হয়েছে।
কিন্তু মজার বিষয় হচ্ছে- গত আগস্টের ২৭ ও ২৮ এবং এ মাসের ১ তারিখেও কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছিল। তখনও একই কায়দায় প্রতিবাদ জানানো হয়েছিলো। কিন্তু সেই প্রতিবাদের গুরুত্ব মায়ানমারের কাছে কতটুকু ওজন রাখে তার প্রমাণ সেপ্টেম্বরের ১০, ১১, ১৫ তারিখেও আকাশসীমা লঙ্ঘন দ্বারা বোঝা যায়। কিন্তু তারপরও এক্ই কায়দায় প্রতিবাদ জানানো হলো। কতটা নিকৃষ্টমানের পররাষ্ট্রনীতি হলে এ ধরনের আচরণ করা যেতে পারে।
আমার তো মনে হয়, এ ঘটনার পর, বাংলাদেশের মানুষের ট্যাক্স দেয়া বন্ধ করে দেয়া উচিত। বছরে ৫০ হাজার কোটি টাকা করে খরচ করে পালা বাহিনী যদি নূণ্যতম দেশের সম্মানটুকু রাখতে না পারে, তবে সেই বাহিনী রাখার দরকারটা কি ?? এর থেকে বাংলাদেশ সীমানায় কুত্তা পালন করলে আরো ভালো হতো। এতে খরচও কমবে আবার কুত্তা নিজের জীবন দিয়ে দেশের সম্মানও রাখবে।
শুধু আকাশসীমা লঙ্ঘন নয়-
১) ২০১৪ সালের ২৮ মে নাইক্ষ্যংছড়ির পাইনছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের বিজিবি সদস্যরা বিনা উস্কানিতে গুলি বর্ষণ করলে বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমান নিহত হয়।
২) এর কিছুদিন পর পালংখালী এলাকায় নাফ নদীতে মাছ ধরতে গেলে বিজিপি (মায়ানমারের সীমান্তরক্ষী) সদস্যরা গুলি করে এক জেলেকে গুরুতর আহত করে।
৩) এর কিছুদিন পর মিয়ানমার সীমান্তের রইগ্যাদং ক্যাম্পের বিজিপি (মায়ানমারের সীমান্তরক্ষী) সদস্যরা তাদের ব্যবহৃত ট্রলার নিয়ে বিজিবির নায়েক রাজ্জাককে জোর করে তাদের ট্রলারে তুলে নেয়। এরপর মংডু নাসাকা ক্যাম্পে আটক নায়েক রাজ্জাকের বিভিন্ন ধরনের ছবি ধারণ করে অনলাইন, ফেসবুকে ছড়িয়ে দিয়ে এদেশের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে।
৪) ২০১৩ সালে নাফনদী থেকে ২১ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নাসাকা বাহিনী। এ ঘটনায় নাসাকা ৪০ লক্ষ কিয়াত (৪ লক্ষ টাকা) মুক্তিপণ দাবি করে।
৫) ২০১৩ সালের মার্চে ৩ পুলিশ সদস্যকে ধরে নিয়ে যায় মায়ানমার বাহিনী।
১) ২০১৪ সালের ২৮ মে নাইক্ষ্যংছড়ির পাইনছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের বিজিবি সদস্যরা বিনা উস্কানিতে গুলি বর্ষণ করলে বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমান নিহত হয়।
২) এর কিছুদিন পর পালংখালী এলাকায় নাফ নদীতে মাছ ধরতে গেলে বিজিপি (মায়ানমারের সীমান্তরক্ষী) সদস্যরা গুলি করে এক জেলেকে গুরুতর আহত করে।
৩) এর কিছুদিন পর মিয়ানমার সীমান্তের রইগ্যাদং ক্যাম্পের বিজিপি (মায়ানমারের সীমান্তরক্ষী) সদস্যরা তাদের ব্যবহৃত ট্রলার নিয়ে বিজিবির নায়েক রাজ্জাককে জোর করে তাদের ট্রলারে তুলে নেয়। এরপর মংডু নাসাকা ক্যাম্পে আটক নায়েক রাজ্জাকের বিভিন্ন ধরনের ছবি ধারণ করে অনলাইন, ফেসবুকে ছড়িয়ে দিয়ে এদেশের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে।
৪) ২০১৩ সালে নাফনদী থেকে ২১ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নাসাকা বাহিনী। এ ঘটনায় নাসাকা ৪০ লক্ষ কিয়াত (৪ লক্ষ টাকা) মুক্তিপণ দাবি করে।
৫) ২০১৩ সালের মার্চে ৩ পুলিশ সদস্যকে ধরে নিয়ে যায় মায়ানমার বাহিনী।
বলাবাহুল্য, মায়ানমার সীমান্তরক্ষী বা সেনাবাহিনী যে বাংলাদেশের থেকে অধিক শক্তিশালী বিষয়টা সেরকম নয়। এ সম্পর্কে কয়েকদিন আগে বিডিআর এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অবঃ) আ ল ম ফজলুর রহমান এক টকশোতে বলছিলেন ২০০০ সালের নাফ যুদ্ধের কথা। সে সময় মায়ানমারের ছিলো দুই ডিভিশন সেনা (প্রায় ২০-৩০ হাজার)। অপরদিকে বাংলাদেশের ছিলো মাত্র আড়াই হাজার সেনা। সেই যুদ্ধে বাংলাদেশে জয়ী হয়, নিহত হয় ৬০০ বার্মীজ সেনা। বার্মার প্রেসিডেন্ট কানে ধরে ক্ষমা চেয়ে যুদ্ধ থেকে ইস্তফা দেয়। কিন্তু বর্তমানে সেই বাংলাদেশে আর নেই। এখন বাংলাদেশের বাহিনী নিয়মিত পশ্চাতে ছোট ভাইদের লাথি খেতে বেশি পছন্দ করে।
আমি বলবো-
মায়ানমারে কাছে বার বার নিলর্জ্জ অবস্থানের পেছনে কে দায়ি তা খুজে বের করা জরুরী হয়ে দাড়িয়েছে। মাত্র ১৮ দিনে ১৭ বার আকাশসীমা লঙ্ঘন করার পরও কেন হেলিকপ্টার ভূপাতিত করা হলো না এবং কার সিদ্ধান্তে হলো না সেটা জনগণের কাছে প্রকাশ করা হোক। জাতির সম্মানকে এভাবে ভূলণ্ঠিত করার জন্য দোষী ব্যক্তির বরখাস্ত/পদত্যাগ এখন সময়ের দাবি।
মায়ানমারে কাছে বার বার নিলর্জ্জ অবস্থানের পেছনে কে দায়ি তা খুজে বের করা জরুরী হয়ে দাড়িয়েছে। মাত্র ১৮ দিনে ১৭ বার আকাশসীমা লঙ্ঘন করার পরও কেন হেলিকপ্টার ভূপাতিত করা হলো না এবং কার সিদ্ধান্তে হলো না সেটা জনগণের কাছে প্রকাশ করা হোক। জাতির সম্মানকে এভাবে ভূলণ্ঠিত করার জন্য দোষী ব্যক্তির বরখাস্ত/পদত্যাগ এখন সময়ের দাবি।
---------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/
No comments