আওয়ামী সরকারের পররাষ্ট্রনীতি- অমুসলিম দেশগুলোর প্রতি বন্ধুত্ব এবং মুসলিম দেশগুলোর প্রতি শত্রুতা
আপনি মুসলিম বিশ্বকে এক হতে বলছেন,
কিন্তু নিজেই তো মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক ভালো করতে চান না।
১) আপনার আব্বা দেশ স্বাধীনের মাত্র ৩ বছর পর পাকিস্তানে গিয়েছিলেন ওআইসি সম্মেলন করতে।
ভারত অনেক নিষেধ করছিলো তাকে পাকিস্তান যেতে, কিন্তু তিনি শুনেন নাই।
শুধু মুসলিম রাষ্ট্র হওয়ার কারণে তিনি পাকিস্তানের সাথে সকল শত্রুটা মিটায় ফেলছিলেন।
কিন্তু আজকে আপনি পুরাই আপনার বাপের বিপরীত।
শুধু ভারতকে খুশি রাখতে, কথিত চেতনার দোহাই দিয়ে আপনি পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ করে রাখছেন।
২) নিজে ঠিকই একাত্তরের রাজাকার এসকে সিনহাকে প্রধান বিচারপতি বানাইছেন। তখন কোন সমস্যা হয় না। কিন্তু তুরষ্ক যুদ্ধপরাধ বিচার নিয়ে একটু কথা বলায়, সেই অজুহাত দাড় করিয়ে আপনারা তুরষ্কের সাথে সম্পর্ক ভালো করতে চান না।
৩) কয়েকদিন আগে ওয়ার্ল্ড এক্সপো- ২০২০ এর ভেন্যু নির্বাচনের সময় আপনার সরকার সংযুক্ত আরব আমিরাতকে ভোট না দিয়ে রাশিয়াকে ভোট দিয়েছে। এতে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে যায়। তারমানে আপনার মুসলমানদের থেকে অমুসলিমদের সাথে সম্পর্ক ভালো রাখতে বেশি পছন্দ করেন।
৪) মায়ানমারের রোহিঙ্গা গণহত্যার সময় সারা বিশ্ব যখন ছি: ছি: করছে,
সেই গণহত্যার নিন্দা জানিয়ে যখন মালদ্বীপের মত ক্ষুদ্র রাষ্ট্র মায়ানমারের সাথে বানিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে, তখন আপনার মন্ত্রী কি না গেছে মায়ানমারের সাথে আমদানি চূক্তি করতে! বুঝুন এবার অবস্থা !!
এটা স্পষ্ট, আওয়ামী সরকারের পররাষ্ট্রনীতি হচ্ছে- অমুসলিম দেশগুলোর প্রতি বন্ধুত্ব প্রদর্শন এবং মুসলিম দেশগুলোর প্রতি শত্রুতা পোষণ। এটাই যদি হয়, তবে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যমত হবে কিভাবে??
মনে রাখবেন, যে ভারতকে খুশি করতে আপনি মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করছেন, সে ভারত কিন্তু আপনার বিপদে কখনই এগিয়ে আসবে না। বরং আপনার ও আপনার দেশের জন্য সেই ভারত কুয়া খুড়ে রাখবে। তবে বাংলাদেশ যদি অন্য মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক ভালো করে, তবে ভবিষ্যতে যদি কখন বাংলাদেশ বিপদে পরে, তবে বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোই কিন্তু এগিয়ে আসবে।
---------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/
No comments