‘শেখ হাসিনা হত্যাচেষ্ঠায় এসএসএফ জড়িত’ নামক ভুয়া খবরটি উদ্দেশ্যমূলক ছড়ানো হয়েছে
‘শেখ হাসিনা হত্যাচেষ্ঠায় এসএসএফ জড়িত’ নামক যে উদ্দেশ্যমূলক ভুয়া খবর ছড়ানো হয়েছে, সেটা নিয়ে এখন বেশি কিছু বলবো না (ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত), শুধু দুইটা তথ্য দিয়ে রাখি-
১) ভূয়া খবর প্রথম যে মাধ্যমে প্রচারিত হয়, মানে মায়নামারের সাংবাদমাধ্যম mizzima তে কিন্তু ইহুদী তেল ব্যবসায়ী জর্জ সরোস এর ফান্ডিং আছে । (http://bit.ly/2x08vEk)
২) কলকাতার সুবির ভৌমিকের সাথে সুর মিলিয়ে কথা বলছে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল পদের একজন নাম আব্দুর রশীদ। সে একাত্তরটিভিতে প্রায় নিরাপত্তা বিশ্লেষক নাম দিয়ে টক শো করে। কথিত হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে এমন দাবি করে সে বলেছে- “পাকিস্তানের গোয়েন্দা সংস্থার তৎপরতা রয়েছে এবং এই হত্যা ষড়যন্ত্রের গভীরে কারা তা উৎঘাটনের জন্য তা গোপন রাখা হয়েছিলো । (http://bit.ly/2fJV6G3)
আব্দুর রশীদ যে সুবীর ভৌমিকদেরই পার্টনার সেটা বোঝার জন্য কিছুদিন আগে “বাংলাদেশ-ভারতের প্রতিরক্ষা চুক্তির পক্ষে তার ওকালতি দেখলে বোঝা যায়। সে সম্পর্কে বাংলাট্রিবিউন তার একটি আর্টিকেল ছেপেছিলো, যার শিরোনাম- “প্রতিরক্ষা চুক্তি নিয়ে রাজনৈতিক জুজু”
সেই আর্টিকেলে বাংলাদেশে কেন ভারতের সাথে প্রতিরক্ষা চূক্তি করবে, সেটার প্রতি গুরুত্বারোপ করে আব্দুর রশীদ বলেছিলো-
সেই আর্টিকেলে বাংলাদেশে কেন ভারতের সাথে প্রতিরক্ষা চূক্তি করবে, সেটার প্রতি গুরুত্বারোপ করে আব্দুর রশীদ বলেছিলো-
“……… নীতিগতভাবে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক হতে পারলে সামরিক সম্পর্ক নিয়ে ধোঁয়াশা সৃষ্টি যুক্তিহীন। প্রতিবেশী, নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের আকার-আকৃতি, প্রকার-প্রকৃতি ভিন্ন হয়। বাংলাদেশ-ভারত সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, প্রকৃতি ও মানুষের বন্ধন। বন্ধুপ্রতিম চীনের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক তৈরি হলেও মানুষের মধ্যে বন্ধন এখনও গড়ে ওঠেনি। কিন্তু বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক তৈরিতে কোনও বাধা সৃষ্টি হয়নি। রাষ্ট্রীয় সম্পর্ক সংস্কৃতি ও মানুষের বন্ধনকে প্রভাবিত করতে পারলেও আত্মিক সম্বন্ধ তৈরি করতে পারে না। বহুমুখী সম্বন্ধের বৈশিষ্ট্য জড়ানো বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্য দেশের সম্পর্ক থেকে গুণগতভাবে আলাদা ও তুলনা করা ভুল।
বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে ভারতের সামরিক বাহিনীর সম্পর্ক মুক্তিযুদ্ধে রণাঙ্গনে গড়ে উঠেছিল। স্বাধীনতার লক্ষ্যে একসঙ্গে ও কাঁধে কাঁধ লাগিয়ে লড়াইয়ের সম্পর্ক এবং একে অন্যের জন্য রক্ত দেওয়ার সম্পর্ক। দেনা-পাওনা বা দয়া-দাক্ষিণ্যের পাল্লায় মাপলে ভুল হবে। ” (http://bit.ly/2yn2o9P)
বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে ভারতের সামরিক বাহিনীর সম্পর্ক মুক্তিযুদ্ধে রণাঙ্গনে গড়ে উঠেছিল। স্বাধীনতার লক্ষ্যে একসঙ্গে ও কাঁধে কাঁধ লাগিয়ে লড়াইয়ের সম্পর্ক এবং একে অন্যের জন্য রক্ত দেওয়ার সম্পর্ক। দেনা-পাওনা বা দয়া-দাক্ষিণ্যের পাল্লায় মাপলে ভুল হবে। ” (http://bit.ly/2yn2o9P)
যারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে
এই ভুয়া খবরটি ছড়িয়েছে, তাদের পরিচয় ফাঁস হওয়া জরুরী।
এই ভুয়া খবরটি ছড়িয়েছে, তাদের পরিচয় ফাঁস হওয়া জরুরী।
---------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ফেসবুক ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/
No comments