অনেক কিছু আগাম আভাস বা চিন্তা করার ক্ষমতা নয়ন চ্যাটার্জির আছে।
১) জাতিসংঘের সেইফ জোন রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়। রোহিঙ্গাদের বসনিয় মুসলমানদের ভাগ্য করতে হবে। এ কথা আমি বলেছিলাম গত ১২ই সেপ্টেম্বর। (http://bit.ly/2wfNX6t)
একই কথা হিউম্যান রাইটস ওয়াচ বললো ২৩শে সেপ্টেম্বর (http://bit.ly/2xzS2Wv)।
একই কথা হিউম্যান রাইটস ওয়াচ বললো ২৩শে সেপ্টেম্বর (http://bit.ly/2xzS2Wv)।
২) রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের কাছে দিয়ে কোন লাভ হবে না। এ কথা আমি বলেছিলাম ১৪ই সেপ্টেম্বর। (http://bit.ly/2y3caSd) প্রায় একই বিষয়ে ২৪শে সেপ্টেম্বর আলোকপাত করেছে বাম মাস্টারমাইন্ড লেখক বদরুদ্দিন ওমর। বলেছে- জাতিসংঘ কখনই নির্যাতিতের পক্ষে কাজ করে না। (http://bit.ly/2fkkwtp)
৩) রাখাইন রাজ্য ও বাংলাদেশের কক্সবাজারের সংযুক্ত অংশে যে রয়েছে প্রচুর গ্যাস সম্পদ। এ বিষয়ে আমি লিখেছিলাম ৭ই সেপ্টেম্বর। বলেছিলাম শুধু রাখাইন নিয়ে নয়, বাংলাদেশে নিয়েও আশঙ্কা আছে। চীন তা নিতে চাইবে আর আমেরিকা এই সম্পদ কখনও হাত ছাড়া করবে না। (http://bit.ly/2jXiOU1)
এই বিষয়ে এখন অনেকেই লেখালেখি করছে।
এই বিষয়ে এখন অনেকেই লেখালেখি করছে।
৪) হিন্দু রোহিঙ্গারা নিজ বাড়িতে আগুন দিচ্ছে এটা নিয়ে প্রথম আমি লিখি ৮ই সেপ্টেম্বর (http://bit.ly/2fLAvBa), বিবিসি দাবি করে তারা সচক্ষে দেখেছে ১১ই সেপ্টেম্বর (http://bbc.in/2y3gwsq)।
আমি বলছি না, ওরা আমারটা দেখেই লিখছে। তবে এতটুকু বলতে পারি, অনেক কিছু আগাম আভাস বা চিন্তা করার ক্ষমতা নয়ন চ্যাটার্জির আছে।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments