কট্টর হিন্দু আদিত্যনাথ পূজায় বিধি নিষেধ দিলে বাংলাদেশে দিতে সমস্যা কোথায় ?
উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী কট্টর হিন্দুত্ববাদী আদিথ্যনাথ দূর্গা পূজা উপলক্ষে বেশ কিছু বিধি নিষেধ দিয়েছে-
১) পূজায় সব ধরনের ডিজে নিষিদ্ধ
২) লাউড স্পিকার ব্যবহারে বিধি নিষেধ আরোপ
৩) দূর্গা মূর্তির উচ্চতা নির্ধারিত রাখা, বেশি না হওয়া।
৪) নদীতে মূর্তি ডুবানো যাবে না, নদী দূষণ করা যাবে না।
( ইংরেজীতে বেশি আছে- http://bit.ly/2w4Qctn, http://bit.ly/2w4M2lh)
২) লাউড স্পিকার ব্যবহারে বিধি নিষেধ আরোপ
৩) দূর্গা মূর্তির উচ্চতা নির্ধারিত রাখা, বেশি না হওয়া।
৪) নদীতে মূর্তি ডুবানো যাবে না, নদী দূষণ করা যাবে না।
( ইংরেজীতে বেশি আছে- http://bit.ly/2w4Qctn, http://bit.ly/2w4M2lh)
উল্লেখ্য
-বাংলাদেশে প্রায় প্রত্যেকটি পূজা মণ্ডপে জিজে নাচ-গানের ব্যবস্থা রাখা হয়,
- লাউড স্পিকার ব্যবহার করা হয়,
- বাংলাদেশে দূর্গা মূর্তির উচ্চতা নিয়ে কোন বিধি নিষেধ নেই। গত বছর নোয়াখালীতে ৭১ ফুট লম্বা মুর্তি বানানো হয়।
- নদীতে মূর্তি ডুবানোর উপর কোন বিধি নিষেধ নেই। প্রতিটা মণ্ডপে যদি ১০-১২টা মূর্তি থাকে (দূর্গা, মহিষাশূর, কার্তিক, গণেষসহ আরো অনেকে), তবে ৩০ হাজার মণ্ডপে হবে ৩ লক্ষ মূর্তি। বাগেরহাটে গত বছর করা হয়েছে ৬০১টি মূর্তি। এভাবে করে লক্ষ লক্ষ মূর্তি ফেলানো হবে বাংলাদেশে নদীগুলোতে। তখন বাংলাদেশে নদীগুলো কতটুকু ক্ষতিগ্রস্থ হবে ??
-বাংলাদেশে প্রায় প্রত্যেকটি পূজা মণ্ডপে জিজে নাচ-গানের ব্যবস্থা রাখা হয়,
- লাউড স্পিকার ব্যবহার করা হয়,
- বাংলাদেশে দূর্গা মূর্তির উচ্চতা নিয়ে কোন বিধি নিষেধ নেই। গত বছর নোয়াখালীতে ৭১ ফুট লম্বা মুর্তি বানানো হয়।
- নদীতে মূর্তি ডুবানোর উপর কোন বিধি নিষেধ নেই। প্রতিটা মণ্ডপে যদি ১০-১২টা মূর্তি থাকে (দূর্গা, মহিষাশূর, কার্তিক, গণেষসহ আরো অনেকে), তবে ৩০ হাজার মণ্ডপে হবে ৩ লক্ষ মূর্তি। বাগেরহাটে গত বছর করা হয়েছে ৬০১টি মূর্তি। এভাবে করে লক্ষ লক্ষ মূর্তি ফেলানো হবে বাংলাদেশে নদীগুলোতে। তখন বাংলাদেশে নদীগুলো কতটুকু ক্ষতিগ্রস্থ হবে ??
ভারত কট্টরবাদী হিন্দু যোগী আদিত্যনাথ যদি দূর্গা পূজায় এসব নিয়ম করতে পারে, তবে বাংলাদেশের সরকার কি আদিত্যনাথকে অধিক হিন্দুত্ববাদী হয়ে গেলো নাকি ?
যদি নাই হয়, তবে দূর্গা পূজায় আদিত্যনাথের বিধিনিষেধগুলো বাংলাদেশে নেই কেন ? অবিলম্বে এই বিষিনিষেধ বাংলাদেশেও জারি করে হিন্দু মুসলমানের মধ্যে আরো অধিক সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলা হোক।
যদি নাই হয়, তবে দূর্গা পূজায় আদিত্যনাথের বিধিনিষেধগুলো বাংলাদেশে নেই কেন ? অবিলম্বে এই বিষিনিষেধ বাংলাদেশেও জারি করে হিন্দু মুসলমানের মধ্যে আরো অধিক সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলা হোক।
---------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ফেসবুক ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/
No comments