Header Ads

ad728
  • Breaking News

    ডিবিসি নিউজের খবরটা দেখুন- পুরোটাই ভুয়া


    ১০ হিন্দু রোহিঙ্গাকে নাকি গুম করেছে মুসলিম রোহিঙ্গারা, হিন্দুদের দেয়া তথ্যই বলে দিচ্ছে পুরোটা খবর ভুয়া। কারণ সবগুলো পরিচয় অনিদ্দির্ষ্ট, প্রতিবেশী রোহিঙ্গাদের পরিচয়ও তারা জানে না, আবার তাদের কোথায় নিয়ে নির্যাতন করা হচ্ছে সেটাও জানে না, ভুলে গেছে। এত এত মানুষের মাঝে ১০ জনকে নির্যাতন করছে, আর কেউ দেখছে না, আবার ভুলে গেছে, সেটা কি করে সম্ভব ??
    আসলে নিজেরা নিজেদের নির্যাতন করে সুবিধা পাওয়া হিন্দুদের পুরাতন স্বভাব। হিন্দুরা হয়ত দেখছে এই ক্যাম্পে থাকতে তাদের কষ্ট হচ্ছে, তাই তারা আরো ভালো যায়গায় যেতে চায়। এজন্য হিন্দু নবনিতা চৌধুরীর ডিবিসি নিউজকে দিয়ে ভুয়া নিউজ প্রচার করছে, উদ্দেশ্য হিন্দু হলেই ভিভিআইপি মর্যাদা পাওয়া।
    ভুলে গেলে চলবে না, এই হিন্দুরাই হচ্ছে সেই হিন্দু, যারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিয়ে মুসলিম রোহিঙ্গাদের ফাঁসিয়েছিলো, যেটা সারা বিশ্ববাসী দেখেছে। এরা এখন বাংলাদেশে এসে একই নাটক অব্যাহত রেখেছে। হিন্দু রোহিঙ্গাদের মধ্যে কেউ কেউ দাবি করছে, তাদেরকে নাকি মুখোশ পরিহিত কিছু মানুষ ধর্ষণ করেছে, জবাই করেছে।
    তাদের দাবি যদি সত্যও হয়, তবে কাজটি কিন্তু করেছে হিন্দু রোহিঙ্গারাই। উদ্দেশ্য একটাই- মুসলমানদের দোষ দেয়া। আমার মনে হয়, এইসব বিশ্বাসঘাতক হিন্দু রোহিঙ্গাদের বাংলাদেশে রাখা মানে আরো বিপদ ডেকে আনা। তাই এদেরকে ফের মিয়ানমারে পুশ ব্যাক করাই উত্তম।

    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728