এই একটি মাত্র ভিডিও নিঃসন্দেহে বিশ্বের বুকে বাংলাদেশের অবস্থান উচু করবে।
শেখ হাসিনার অতি কৌশলী বক্তব্য ট্র্যাম্পকে অতি নিচ হিসেবে ছুড়ে ফেলেছে এবং বাংলাদেশকে নিয়ে গেছে মানবতার শীর্ষ স্তরে।
আল জাজিরার ফেসবুক পেইজের হাজার হাজার কমেন্ট বলে দিচ্ছে, সারা বিশ্বের মানুষ কিভাবে শেখ হাসিনা ও বাংলাদেশের প্রশংসা করছে, আর ট্র্যাম্পকে গালি দিচ্ছে।
এই ভিডিওর উপলক্ষ করে শেখ হাসিনা সরকার ও প্রশাসনকে সব সময় মনে রাখতে হবে-
যে রোহিঙ্গাদের কেন্দ্র করে বিশ্বের দরবারে আজকে বাংলাদেশের অবস্থান এতটা উচু হলো সেই রোহিঙ্গাদের সাথে যেন কোন প্রকার অসৎ আচরণ না হয়। তাদের যেন কোন প্রকার হেনস্থা না করা হয়। যদি এদেরকে কোনভাবে হেনস্থা করা হয়, এবং মিডিয়াতে যদি বিষয়টি আসে, তখন যেভাবে শেখ হাসিনাকে উপরে তুলেছে, ঠিক একইভাবে ছুড়ে ফেলে দেবে ডাস্টবিনে। তাই সাবধান।
যে রোহিঙ্গাদের কেন্দ্র করে বিশ্বের দরবারে আজকে বাংলাদেশের অবস্থান এতটা উচু হলো সেই রোহিঙ্গাদের সাথে যেন কোন প্রকার অসৎ আচরণ না হয়। তাদের যেন কোন প্রকার হেনস্থা না করা হয়। যদি এদেরকে কোনভাবে হেনস্থা করা হয়, এবং মিডিয়াতে যদি বিষয়টি আসে, তখন যেভাবে শেখ হাসিনাকে উপরে তুলেছে, ঠিক একইভাবে ছুড়ে ফেলে দেবে ডাস্টবিনে। তাই সাবধান।
[বিঃ দ্রঃ কিছু উগ্র হিন্দু, কিছু মিডিয়া এবং কিছু নাস্তিক একযোগে রোহিঙ্গাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে তারা রোহিঙ্গা-বাংলাদেশী দাঙ্গা বাধিয়ে পরিস্থিতি উল্টো পথে নিয়ে যেতে পারে।]
--আমার ফেসবুক ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/
---------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ফেসবুক ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/
No comments