আরাকান লিবারেশন আর্মি বৌদ্ধদের একটি টেরোরিস্ট সংগঠন। এরা আরাকানের স্বাধীনতা চায়।
আরাকান লিবারেশন আর্মি বৌদ্ধদের একটি টেরোরিস্ট সংগঠন। এরা আরাকানের স্বাধীনতা চায়। যমুনা টিভির অনুসদ্ধানী প্রতিবেদনে বেরিয়ে আসে বাংলাদেশের সীমান্তের ভেতরে এদের রয়েছে ২৮টি টেরোরিস্ট ক্যাম্প ও অস্ত্রগার। (ইউটিউবে আরকান লিবারেশন আর্মির ট্রেনিং দেখতে হলে এ লিঙ্কে দেখতে পারেন- https://youtu.be/md3eCV0LuY4)
আমার কথা হলো, এই টেরোরিস্ট গ্রুপটি তো বৌদ্ধ। তাদের যদি আমরা মিয়ানমারের বিদ্রোহী সংগঠন হিসেবে মনে করি, তবে তাদের নাম হওয়া উচিত ছিলো রাখাইন লিবারেশন আর্মি। কিন্তু তারা সংগঠনটির নাম দিচ্ছে আরাকান লিবারেশন আর্মি। আবার বাংলাদেশের ভেতরে রয়েছে তাদের ২৮টি অস্ত্রসহ ক্যাম্প! তারমানে তাদের কি রাখাইন দখল করা উদ্দেশ্য ? নাকি রাখাইন থেকে শুরু করে বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রামসহ ফেনী নদী পর্যন্ত প্রাচীন আরাকানটাই তাদের চাই ??
বাংলাদেশের অনেক চেতনাবাজকে বলতে শুনেছি, রোহিঙ্গাদের আশ্রয় দিলে তারা নাকি সেই প্রাচীন আরাকান পর্যন্ত স্বাধীনতা চেয়ে বসতে পারে। কিন্তু বৌদ্ধ আরাকান লিবারেশন আর্মির ২৮টি সশস্ত্র ক্যাম্প যখন বাংলাদেশ সীমানার মধ্যে থাকে , তখন সেই চেতনাবাজরা চুপ থাকে কেন ? কেন সেই টেরোরিস্ট ও তাদের সহাযোগীদের সমূলে ধ্বংস করতে বলে না ?
আসলে ভয়টা সেখানেই, সর্ষের মধ্যে রয়েছে ভুত।
বাংলাদেশের প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনীহ অনেক যায়গায় ঢুকে গেছে সেই আরাকান লিবারেশন আর্মির কোন না কোন বৌদ্ধ উপজাতি সদস্য এবং মিডিয়াতে রয়েছে তাদের প্রচুর দালাল।
তাই ঘটনা একটা ঘটতে গেলেও সবাই কিন্তু চুপ করেই থাকবে।
গত পোস্টে আমি বলেছিলাম,
আমেরিকা রোহিঙ্গা ছাড়া আর কিছু গুটি তৈরী করে রেখেছে এই অঞ্চলকে স্বাধীন করার জন্য।
আরাকান লিবারেশন আর্মির মত এসব বৌদ্ধ সশস্ত্র গ্রুপগুলো রেডি আমেরিকার সেই স্বার্থ হাসিল করতে। কিন্তু কথা হলো- তাদের দমনে বাংলাদেশ কেন শক্ত ভূমিকা নিচ্ছে না ? ৪ লক্ষ রোহিঙ্গা পাঠিয়ে দিলো, চুপ করে থাকলেন। ১৭ বার আকাশসীমা লঙ্ঘন করলো তবুও চুপ করে থাকলেন। সীমান্তে মাইন পুতলো তাও চুপ করে থাকলেন। সীমানার ভেতরে ২৮টি টেরোরিস্ট ক্যাম্প স্থাপন করলো তাও চুপ করে থাকলেন । বললেন- এটা আমাদের কৌশল। আমরা কূটনৈতিকভাবে সবকিছু সমাধান করবো। এরপর যখন আরকান পর্যণ্ত দখলে নিবে, তখনও নিশ্চয়ই বলবেন- চুপ থাকাটা আমাদের কৌশল, আমরা কূটনৈতিকভাবেই সবকিছু সমাধান করবো। সাবাস ! বাংলাদেশ সাবাস!!
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
No comments