Home
/
নারীবাদী
/
নাস্তিক
/
বাংলাদেশের হিন্দু জাতি
/
সুপ্রীতি ধর একজন লেজ কাটা শেয়াল, তাই সবার লেজ কাটতে চায়
সুপ্রীতি ধর একজন লেজ কাটা শেয়াল, তাই সবার লেজ কাটতে চায়
উগ্র সাম্প্রদায়িক সুপ্রীতি ধর- একজন মুসলমান ছেলেকে ভালবেসে বিয়ে করে বাবার বাড়ি থেকে বিতাড়িত এবং সেই স্বামীর সংসার না টেকা। (লেজ কাটা শেয়াল, সবার লেজ কাটতে চায়)
সুপ্রীতি ধরকে নিয়ে Anis Alamgir -এর নোট:
সুপ্রীতি ধরের ধর্মীয় ভণ্ডামি এবং সাম্প্রদায়িক বিদ্বেষ
সুপ্রীতি ধরকে আমি চিনতাম না। আমার একজন অত্যন্ত পুজনীয় স্যারের বোন হিসেবে তার সঙ্গে পরিচয়। সে থেকে তার ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ এবং আমাদের জানা শোনা। আমরা রাজনৈতিক দিক থেকেও খুব ভিন্নমত পোষন করি না। একসঙ্গে শাহবাগে ছিলাম, বিদেশও ভ্রমণ করেছি। তবে ফেবুতে তার বেশিরভাগ স্ট্যাটাস মানে হায় হুতাস আর ধর্মীয় উস্কানি, বিশেষত মুসলমমানদের বিরুদ্ধে তার যত ক্ষোভ। আবার সে নিজেকে প্রচার করে অধার্মিক। সংস্কৃতিমনা একটি মেয়ের এই আচরণগত বৈপরিত্যের কারণ কি সেই ভালো জানে তবে তার সঙ্গে যে কথা হয়েছে তাতে ধারণা করি একজন মুসলমান ছেলেকে ভালবেসে বিয়ে করে বাবার বাড়ি থেকে বিতাড়িত এবং সেই স্বামীর সংসার না টেকাই তার মূল কারণ। আমার স্যার, তার স্ত্রীর নাম ধরেও সে পোস্ট দিয়েছে আপত্তিকরভাবে। আমি একান্তে প্রতিবাদও করেছি সামাজিক মিডিয়ায় পারিবারিক আর পর্সোনাল লাইফের বিষয়গুলো পাবলিক না করতে। আজ চরম দূঃখিত এবং লজ্জিত যে আমাকে তার একটুখানি হলেও এখানে উল্লেখ করতে হলো। আমি তার কখনো অমঙ্গল কামনা করি না। এখনো না- হতে পারে আমাদের কিছু বিষয়ে চিন্তার ভিন্নতা আছে, কিন্তু মিলের মাত্রা সে তুলনায় অনেক বেশি।
আমি তার নিরাপদ স্ট্যাটাস দেখলে মাঝে মাঝে মন্তব্য করি। কারণ মন্তব্য করি না কেন সেটাও তার আপত্তি ছিল। সেও আমার স্ট্যাটাস দেখে তাই করে। তবে আমি সচেতনভাবে তার যে স্ট্যটাসগুলো এড়িয়ে যাই তা হলো ধর্মীয় স্ট্যাটাস এবং নারী বিষয়ক স্ট্যটাসগুলো। কারণ সেখানে জড়ালে আর বন্ধুত্ব থাকে না। সবচেয়ে বড় কথা তার লিস্টে অপরিচিত এমন লোক আছে তারা সেটাকে নিয়ে আবার বাজার বসায়, হয়তো তারই প্ররোচনায়। সে নিজেও কাউকে কাউকে গালাগালি করে, রাজাকার বলে ব্লক করে। কিন্তু ভুল করে তার একটি ধর্মীয় স্ট্যাটাসে কাল রবিবার মন্তব্য করে এতোই বিরাগভাজন হয়েছি যে আমাকে শুধু আনফ্রেন্ড করেনি তার কিছু পোষ্যকে দিয়ে আমাকে গাধা, কুকুরসহ নানা নামে অকথ্য ভাষায় সে পোস্টে গালাগালি করাচ্ছে (আমি মন্তব্যদাতাদের সিংহভাগকে চিনি না, তাই তার নামও নিতে চাচ্ছি না। তবে সব কমেন্টই আমার ইনবক্সে পাচ্ছি কারণ তার ফেবু বন্ধু এবং আমার সজনরা সেসব পাঠাচ্ছেন ওর ভন্ডামি চরিত্রটা ভালো করে জানতে পেরে খুশি হয়ে); আমি যতক্ষণ ফ্রেন্ড ছিলাম ততক্ষণ এরা ছিল না। বুঝতেই পারছি সুপ্রীতি ডাক দিয়ে ভাড়া করেছে এবং সে ও তার ফেউরা মনে করেছে কলম শুধু তাদেরই আছে। সুপ্রীতির চালাকির জবাব দিতে আমাকে এই লেখার আশ্রয় নিতে হলো। সে আমার মন্তব্য ডিলিট করতে পারে, আমাকে আনফ্রেন্ড করতে পারে, ব্লক করারও অধিকার রাখে - কিন্তু আমাকে আনফ্রেন্ড করে, আমার মন্তব্য রেখে এবং আমাকে নিয়ে পাল্টা পোস্ট দিয়ে নিজে ও নিযুক্ত ফেউ লাগিয়ে গালাগালি করার কোনো নৈতিক অধিকার তার নেই।
সংসদ ভবনে কেন সরস্বতী পুজা হচ্ছে না- এই নিয়ে ছিল তার স্ট্যাটাসটি এবং যথারীতি সংখ্যাগরিষ্টরা ছিল তার টার্গেট খোঁচা দিয়ে । আমি বললাম.. ‘তুমি নিজে ধর্ম কর্ম কর না ডিক্লার দিয়ে। কিন্তু ধর্ম নিয়েই তোমার দেখি যত মাথা ব্যাথা। আর সরস্বতি পুজার সঙ্গে শিক্ষাঙ্গনের সম্পর্ক আছে, সংসদের কি সম্পর্ক!’ সুপ্রীতি তার হুল তোলা শুরু করলো প্রথম কমেন্ট থেকেই, আমার বক্তব্যের সুষ্ঠ উত্তর না দিয়ে। তর্কে তর্কে রাগঢাক না করে আমিও তাকে স্পষ্ট করে বলেছি- অসাম্প্রদায়িকতার ভাব ধরা সে একজন চরম হিন্দু সাম্প্রদায়িক। ধর্ম পালন বা বর্জনেতো সমস্যা নেই কিন্তু 'আমি ধর্ম পালন করি না' বলে ফেবুতে ধর্ম নিয়ে সারাক্ষণ টানাটানি এবং শুধু মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট দিয়ে সে প্রমান করেছে ধর্মীয়ভাবে সে একজন ভণ্ড। এই দেশে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য আর নির্যাতন নিয়ে আমি অনেক লিখেছি। এখনও যে বৈষম্য হয় তা যদি সে যৌক্তিকভাবে তুলে ধরে আমরাও তার পাশে দাঁড়াতে পারি - এই আশ্বাসও আমি দিয়েছি। আমি সত্যি বিশ্বাস করি বৈষম্যগুলো সংখ্যালঘুরা যেমন টের পায় সংখ্যাগুরুরা পায় না। পৃথিবীর সব দেশে তাই। ফলে ওরা ভাল করেই তুলে ধরতে পারে। কিন্তু সুপ্রীতি সংখ্যালঘুদের নির্যাতন বৈষম্য নিয়ে যতটা সোচ্চার তার চেয়ে বেশি ব্যস্ত সংখ্যাঘরিষ্ট মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টিতে।
গত কুরবানি ঈদেও কুরবানিকে কটাক্ষ করে নোংরা ভাষায় পোস্ট দিয়েছিল সে। অনেক হিন্দুও তার প্রতিবাদ করেছে। পাঠা বলি দেওয়া নিয়ে সে কেন কোনদিন কিছু বলে না তাও জানতে চাওয়া হয়েছিল তার কাছে। কেউ কেউ তার প্রতিবাদ করাতে তর্কে না টিকে সে তাদেরকেও আনফ্রেন্ড অথবা ব্লক করেছিল। আমি তাও দেখেছি মন্তব্য করিনি। কারণ ওই যে বললাম, তার ধর্মীয় পোস্ট এড়িয়ে যাই। এমনকি আমার পোস্টে অপ্রাসঙ্গিকভাবে এ নিয়ে একজন কথা বলার পরও আমি কথা বলিনি। আমি ধর্মে বিশ্বাসী হলেও এগুলোতে আহত হই না আবার যে কোনো ধর্ম বিশ্বাসী বা অবিশ্বাসীদের অনুভূতিতে আঘাত করতেও চাই না। আমার মন্দির মসজিদ গীর্জা প্যাগোডা কোথাও প্রবেশ করতে, ভক্তি প্রদর্শন করতে সমস্যা নেই। মন্দিরে প্রবেশ করতে একবার সমস্যা হয়েছিল কিন্তু ফ্যাশন করে গলায় পরা কাঠের পুতির মালা দেখিয়ে আমি ধোকা দিয়ে সে মন্দিরেও ডুকেছি।
তাকে অনেকটা চ্যালেঞ্জ দিয়ে বলেছি, তার এই ধর্মীয় ভণ্ডামি আর চরম সাম্প্রদায়িকতা প্রমানের জন্য কোনো গবেষণার দরকার নেই, তার ফেইসবুকই যথেষ্ট। সে কারণে হয়তো সে আমাকে আনফ্রেন্ড করেছে যাতে তার স্ট্যাটাসের স্ক্রিন শর্ট দিতে না পারি। ইতিমধ্যে হয়তো ফ্রেন্ডসদের থেকেও তা গায়েব করে রেখেছে।
তাকে ভণ্ড এবং সাম্প্রদায়িক বলায় সুপ্রীতি আমাকে একটুখানি হিন্দু ধর্ম বিদ্বেষী বলতেও চেষ্টা করেছে। আমি যে বিদ্বেষী না তার কাছে প্রমানের দরকার নেই, বহু প্রমান রেখেছি আমার সাংবাদিকতায়। বাংলাদেশে হিন্দু নির্যাতনের উপর কাভার স্টোরি করেছি জনপ্রিয় সাপ্তাহিক খবরের কাগজ, পূর্বাভাসে। এরশাদ আমলের শেষ বেলায় ঢাকেশ্বরী মন্দির পোড়ানোর চিত্র একমাত্র আমিই জীবনবাজি রেখে ছবি তুলে রয়টার্সের মাধ্যমে বহিবিশ্বে প্রচার করেছি। চট্টগ্রামে কৈবল্যধাম পুড়ে দেওয়া আর মীরসরাইতে হিন্দু মেয়েদের ধর্ষন নিয়ে সরেজমিন রিপোর্ট করেছি। সুপ্রীতির ‘ফেইসবুক বিপ্লব’ ছাড়া এই নিয়ে মনে হয় কোনও কাজ নেই। আমার এসব কাজ তার জানা নাও থাকতে পারে- কারণ তার মতো কাজের প্রদর্শন আমি কম করি। কিন্তু ২০১১ সালে ভারতে হিন্দুদের মক্কা বানারসিতে সুপ্রীতি আর আমি যে পাশাপাশি বসে কীত্তন আর পুজা পর্ব উপভোগ করেছি- সেটাও কি জানা নেই? না থাকলে তাকে দ্বিতীয়বার ভিডিও পাঠাতে পারি। আমি তার ভণ্ডামি কর্মকাণ্ডকে বিদ্বেষ করতে পারি তার ধর্মকে মোটেও নয়। বিদ্বেষ থাকলে কেউ বানারসে কপালে চন্দন দিয়ে পুজা দেখে! ঢাকেশ্বরী মন্দিরে আরতী প্রতিযোগিতায় অতিথি হয়ে পুরস্কার বিতরণ করে! আর সেতো নিজেই বলে সে ধার্মিক না, তাহলে তার অনুভূতিতে লাগাটাও কি আরেক ভণ্ডামি না?
মূলত জগতে কারো ধর্ম পালন আর না পালনে আমার মাথা ব্যাথা নেই, ধর্ম বিশ্বাস নিয়েও নেই। সুপ্রীতির বিষয়েও না। মুসলমান ছেলেকে বিয়ে করার সময় সে কোন ধর্মের ছিল সে প্রশ্ন করার রুচিও কোনদিন হয়নি। কারণ আমি ভালো করে জানি এগুলো মানুষের নিজের অর্জনের চেয়ে জন্ম সূত্রে প্রাপ্ত। এগুলো নিয়ে বড়াই বা হীনমন্যতারও কিছু নেই। আমি নিজেও ধর্মীয় সব প্র্যাকটিস করতে পারি না।
আমার আপত্তি শুধু ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং ধর্মীয় ভণ্ডামি নিয়ে। সুপ্রীতি ধরের সঙ্গে আমার রাজনৈতিক বিশ্বাসে খুব ফারাক না থাকলেও এখানে মনে হচ্ছে বিরাট ফারাক। এখানে তার আর বাঁশের কেল্লার কর্মকাণ্ডে আমি ফারাক দেখি না। বাঁশের কেল্লারা সাম্প্রদায়িকতার পাশাপাশি সন্ত্রাসও ছড়ায় আর সুপ্রীতি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর সঙ্গে নিজে অসাম্প্রদায়িক বলে ধর্মীয় ভণ্ডামিটা করতে পারে- পার্থক্য এটুকুই। সে ইচ্ছাকৃতভাবে এই ভণ্ডামি এবং বিদ্বেষ ছড়ানোর কাজটি করে আসছে দীর্ঘদিন ধরে ফেইসবুকের মাধ্যমে। কেউ তাকে এসব প্রকাশ্যে না বলায় সে ভাবছিল সে সঠিক কাজটি করছে। আর আমি মুখ খুলে বলায় সে ভাবছে আমিই বোধহয় একাই শত্রুতা করে তাকে হেয় করার জন্য তার ভণ্ডামি দেখছি তার অন্য বন্ধুরা দেখছে না, যারা আমাকে ইনবক্স করে তার ভণ্ডামির মুখোশ খোলায় ধন্যবাদ দিচ্ছে। সুপ্রীতি এই ভণ্ডামিটা করার এবং অসাম্প্রদায়িকতার মুখোশ পরাটা খুবই সহজ হয়েছে তার হিন্দু এবং কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড থাকায়। কারণ প্রগতিশীল আন্দোলনেও সে আমাদের সবার সঙ্গে।
যাক আজ ভালো লাগছে যে, সুপ্রীতি নিজে বন্ধু হয়েছে, সে নিজেই চলে গেছে। আমাকে অন্তত আনফ্রেন্ড করেছি অভিযোগ শুনতে হচ্ছে না। ফ্রেন্ডস লিস্টে একজন সুস্থ লোক প্রবেশের সুযোগও হচ্ছে। সেইসঙ্গে তার ইরিটেটিং, সাইকো পোস্ট দেখে সময়ও নস্ট করতে হবে না।
[পূনশ্চঃ তার কাছে অনুরোধ তার পোস্টে যেহেতু আমার কমেন্ট করার সুযোগ নেই, আমাকে পোস্ট দেখার সুযোগও দিচ্ছে না সে- সেহেতু তার সেই স্ট্যাটাসে আমাকে নিয়ে তার যেসব পোষ্যরা কুটুক্তি করেছে তা যেন সে ডিলিট করে নতুবা আমার সব মন্তব্যই যেন বাদ দিয়ে সততার পরিচয় দেয়। আমার মুখ বন্ধ করে আমাকে নিজে এবং অন্য লোক দিয়ে গালাগালি করার সুযোগ দানের অনৈতিক অসভ্যতাটা তার কাছে আশা করি না।]
(http://bit.ly/2i9508t) (অর্কাইভ- http://archive.is/4Bufb)আমি তার নিরাপদ স্ট্যাটাস দেখলে মাঝে মাঝে মন্তব্য করি। কারণ মন্তব্য করি না কেন সেটাও তার আপত্তি ছিল। সেও আমার স্ট্যাটাস দেখে তাই করে। তবে আমি সচেতনভাবে তার যে স্ট্যটাসগুলো এড়িয়ে যাই তা হলো ধর্মীয় স্ট্যাটাস এবং নারী বিষয়ক স্ট্যটাসগুলো। কারণ সেখানে জড়ালে আর বন্ধুত্ব থাকে না। সবচেয়ে বড় কথা তার লিস্টে অপরিচিত এমন লোক আছে তারা সেটাকে নিয়ে আবার বাজার বসায়, হয়তো তারই প্ররোচনায়। সে নিজেও কাউকে কাউকে গালাগালি করে, রাজাকার বলে ব্লক করে। কিন্তু ভুল করে তার একটি ধর্মীয় স্ট্যাটাসে কাল রবিবার মন্তব্য করে এতোই বিরাগভাজন হয়েছি যে আমাকে শুধু আনফ্রেন্ড করেনি তার কিছু পোষ্যকে দিয়ে আমাকে গাধা, কুকুরসহ নানা নামে অকথ্য ভাষায় সে পোস্টে গালাগালি করাচ্ছে (আমি মন্তব্যদাতাদের সিংহভাগকে চিনি না, তাই তার নামও নিতে চাচ্ছি না। তবে সব কমেন্টই আমার ইনবক্সে পাচ্ছি কারণ তার ফেবু বন্ধু এবং আমার সজনরা সেসব পাঠাচ্ছেন ওর ভন্ডামি চরিত্রটা ভালো করে জানতে পেরে খুশি হয়ে); আমি যতক্ষণ ফ্রেন্ড ছিলাম ততক্ষণ এরা ছিল না। বুঝতেই পারছি সুপ্রীতি ডাক দিয়ে ভাড়া করেছে এবং সে ও তার ফেউরা মনে করেছে কলম শুধু তাদেরই আছে। সুপ্রীতির চালাকির জবাব দিতে আমাকে এই লেখার আশ্রয় নিতে হলো। সে আমার মন্তব্য ডিলিট করতে পারে, আমাকে আনফ্রেন্ড করতে পারে, ব্লক করারও অধিকার রাখে - কিন্তু আমাকে আনফ্রেন্ড করে, আমার মন্তব্য রেখে এবং আমাকে নিয়ে পাল্টা পোস্ট দিয়ে নিজে ও নিযুক্ত ফেউ লাগিয়ে গালাগালি করার কোনো নৈতিক অধিকার তার নেই।
সংসদ ভবনে কেন সরস্বতী পুজা হচ্ছে না- এই নিয়ে ছিল তার স্ট্যাটাসটি এবং যথারীতি সংখ্যাগরিষ্টরা ছিল তার টার্গেট খোঁচা দিয়ে । আমি বললাম.. ‘তুমি নিজে ধর্ম কর্ম কর না ডিক্লার দিয়ে। কিন্তু ধর্ম নিয়েই তোমার দেখি যত মাথা ব্যাথা। আর সরস্বতি পুজার সঙ্গে শিক্ষাঙ্গনের সম্পর্ক আছে, সংসদের কি সম্পর্ক!’ সুপ্রীতি তার হুল তোলা শুরু করলো প্রথম কমেন্ট থেকেই, আমার বক্তব্যের সুষ্ঠ উত্তর না দিয়ে। তর্কে তর্কে রাগঢাক না করে আমিও তাকে স্পষ্ট করে বলেছি- অসাম্প্রদায়িকতার ভাব ধরা সে একজন চরম হিন্দু সাম্প্রদায়িক। ধর্ম পালন বা বর্জনেতো সমস্যা নেই কিন্তু 'আমি ধর্ম পালন করি না' বলে ফেবুতে ধর্ম নিয়ে সারাক্ষণ টানাটানি এবং শুধু মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট দিয়ে সে প্রমান করেছে ধর্মীয়ভাবে সে একজন ভণ্ড। এই দেশে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য আর নির্যাতন নিয়ে আমি অনেক লিখেছি। এখনও যে বৈষম্য হয় তা যদি সে যৌক্তিকভাবে তুলে ধরে আমরাও তার পাশে দাঁড়াতে পারি - এই আশ্বাসও আমি দিয়েছি। আমি সত্যি বিশ্বাস করি বৈষম্যগুলো সংখ্যালঘুরা যেমন টের পায় সংখ্যাগুরুরা পায় না। পৃথিবীর সব দেশে তাই। ফলে ওরা ভাল করেই তুলে ধরতে পারে। কিন্তু সুপ্রীতি সংখ্যালঘুদের নির্যাতন বৈষম্য নিয়ে যতটা সোচ্চার তার চেয়ে বেশি ব্যস্ত সংখ্যাঘরিষ্ট মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টিতে।
গত কুরবানি ঈদেও কুরবানিকে কটাক্ষ করে নোংরা ভাষায় পোস্ট দিয়েছিল সে। অনেক হিন্দুও তার প্রতিবাদ করেছে। পাঠা বলি দেওয়া নিয়ে সে কেন কোনদিন কিছু বলে না তাও জানতে চাওয়া হয়েছিল তার কাছে। কেউ কেউ তার প্রতিবাদ করাতে তর্কে না টিকে সে তাদেরকেও আনফ্রেন্ড অথবা ব্লক করেছিল। আমি তাও দেখেছি মন্তব্য করিনি। কারণ ওই যে বললাম, তার ধর্মীয় পোস্ট এড়িয়ে যাই। এমনকি আমার পোস্টে অপ্রাসঙ্গিকভাবে এ নিয়ে একজন কথা বলার পরও আমি কথা বলিনি। আমি ধর্মে বিশ্বাসী হলেও এগুলোতে আহত হই না আবার যে কোনো ধর্ম বিশ্বাসী বা অবিশ্বাসীদের অনুভূতিতে আঘাত করতেও চাই না। আমার মন্দির মসজিদ গীর্জা প্যাগোডা কোথাও প্রবেশ করতে, ভক্তি প্রদর্শন করতে সমস্যা নেই। মন্দিরে প্রবেশ করতে একবার সমস্যা হয়েছিল কিন্তু ফ্যাশন করে গলায় পরা কাঠের পুতির মালা দেখিয়ে আমি ধোকা দিয়ে সে মন্দিরেও ডুকেছি।
তাকে অনেকটা চ্যালেঞ্জ দিয়ে বলেছি, তার এই ধর্মীয় ভণ্ডামি আর চরম সাম্প্রদায়িকতা প্রমানের জন্য কোনো গবেষণার দরকার নেই, তার ফেইসবুকই যথেষ্ট। সে কারণে হয়তো সে আমাকে আনফ্রেন্ড করেছে যাতে তার স্ট্যাটাসের স্ক্রিন শর্ট দিতে না পারি। ইতিমধ্যে হয়তো ফ্রেন্ডসদের থেকেও তা গায়েব করে রেখেছে।
তাকে ভণ্ড এবং সাম্প্রদায়িক বলায় সুপ্রীতি আমাকে একটুখানি হিন্দু ধর্ম বিদ্বেষী বলতেও চেষ্টা করেছে। আমি যে বিদ্বেষী না তার কাছে প্রমানের দরকার নেই, বহু প্রমান রেখেছি আমার সাংবাদিকতায়। বাংলাদেশে হিন্দু নির্যাতনের উপর কাভার স্টোরি করেছি জনপ্রিয় সাপ্তাহিক খবরের কাগজ, পূর্বাভাসে। এরশাদ আমলের শেষ বেলায় ঢাকেশ্বরী মন্দির পোড়ানোর চিত্র একমাত্র আমিই জীবনবাজি রেখে ছবি তুলে রয়টার্সের মাধ্যমে বহিবিশ্বে প্রচার করেছি। চট্টগ্রামে কৈবল্যধাম পুড়ে দেওয়া আর মীরসরাইতে হিন্দু মেয়েদের ধর্ষন নিয়ে সরেজমিন রিপোর্ট করেছি। সুপ্রীতির ‘ফেইসবুক বিপ্লব’ ছাড়া এই নিয়ে মনে হয় কোনও কাজ নেই। আমার এসব কাজ তার জানা নাও থাকতে পারে- কারণ তার মতো কাজের প্রদর্শন আমি কম করি। কিন্তু ২০১১ সালে ভারতে হিন্দুদের মক্কা বানারসিতে সুপ্রীতি আর আমি যে পাশাপাশি বসে কীত্তন আর পুজা পর্ব উপভোগ করেছি- সেটাও কি জানা নেই? না থাকলে তাকে দ্বিতীয়বার ভিডিও পাঠাতে পারি। আমি তার ভণ্ডামি কর্মকাণ্ডকে বিদ্বেষ করতে পারি তার ধর্মকে মোটেও নয়। বিদ্বেষ থাকলে কেউ বানারসে কপালে চন্দন দিয়ে পুজা দেখে! ঢাকেশ্বরী মন্দিরে আরতী প্রতিযোগিতায় অতিথি হয়ে পুরস্কার বিতরণ করে! আর সেতো নিজেই বলে সে ধার্মিক না, তাহলে তার অনুভূতিতে লাগাটাও কি আরেক ভণ্ডামি না?
মূলত জগতে কারো ধর্ম পালন আর না পালনে আমার মাথা ব্যাথা নেই, ধর্ম বিশ্বাস নিয়েও নেই। সুপ্রীতির বিষয়েও না। মুসলমান ছেলেকে বিয়ে করার সময় সে কোন ধর্মের ছিল সে প্রশ্ন করার রুচিও কোনদিন হয়নি। কারণ আমি ভালো করে জানি এগুলো মানুষের নিজের অর্জনের চেয়ে জন্ম সূত্রে প্রাপ্ত। এগুলো নিয়ে বড়াই বা হীনমন্যতারও কিছু নেই। আমি নিজেও ধর্মীয় সব প্র্যাকটিস করতে পারি না।
আমার আপত্তি শুধু ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং ধর্মীয় ভণ্ডামি নিয়ে। সুপ্রীতি ধরের সঙ্গে আমার রাজনৈতিক বিশ্বাসে খুব ফারাক না থাকলেও এখানে মনে হচ্ছে বিরাট ফারাক। এখানে তার আর বাঁশের কেল্লার কর্মকাণ্ডে আমি ফারাক দেখি না। বাঁশের কেল্লারা সাম্প্রদায়িকতার পাশাপাশি সন্ত্রাসও ছড়ায় আর সুপ্রীতি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর সঙ্গে নিজে অসাম্প্রদায়িক বলে ধর্মীয় ভণ্ডামিটা করতে পারে- পার্থক্য এটুকুই। সে ইচ্ছাকৃতভাবে এই ভণ্ডামি এবং বিদ্বেষ ছড়ানোর কাজটি করে আসছে দীর্ঘদিন ধরে ফেইসবুকের মাধ্যমে। কেউ তাকে এসব প্রকাশ্যে না বলায় সে ভাবছিল সে সঠিক কাজটি করছে। আর আমি মুখ খুলে বলায় সে ভাবছে আমিই বোধহয় একাই শত্রুতা করে তাকে হেয় করার জন্য তার ভণ্ডামি দেখছি তার অন্য বন্ধুরা দেখছে না, যারা আমাকে ইনবক্স করে তার ভণ্ডামির মুখোশ খোলায় ধন্যবাদ দিচ্ছে। সুপ্রীতি এই ভণ্ডামিটা করার এবং অসাম্প্রদায়িকতার মুখোশ পরাটা খুবই সহজ হয়েছে তার হিন্দু এবং কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড থাকায়। কারণ প্রগতিশীল আন্দোলনেও সে আমাদের সবার সঙ্গে।
যাক আজ ভালো লাগছে যে, সুপ্রীতি নিজে বন্ধু হয়েছে, সে নিজেই চলে গেছে। আমাকে অন্তত আনফ্রেন্ড করেছি অভিযোগ শুনতে হচ্ছে না। ফ্রেন্ডস লিস্টে একজন সুস্থ লোক প্রবেশের সুযোগও হচ্ছে। সেইসঙ্গে তার ইরিটেটিং, সাইকো পোস্ট দেখে সময়ও নস্ট করতে হবে না।
[পূনশ্চঃ তার কাছে অনুরোধ তার পোস্টে যেহেতু আমার কমেন্ট করার সুযোগ নেই, আমাকে পোস্ট দেখার সুযোগও দিচ্ছে না সে- সেহেতু তার সেই স্ট্যাটাসে আমাকে নিয়ে তার যেসব পোষ্যরা কুটুক্তি করেছে তা যেন সে ডিলিট করে নতুবা আমার সব মন্তব্যই যেন বাদ দিয়ে সততার পরিচয় দেয়। আমার মুখ বন্ধ করে আমাকে নিজে এবং অন্য লোক দিয়ে গালাগালি করার সুযোগ দানের অনৈতিক অসভ্যতাটা তার কাছে আশা করি না।]
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments