রোহিঙ্গা ক্যাম্পে জর্ডানের রানী, তুরষ্কের প্রতিপক্ষ হিসেবে কাজটি করা হলো কি না ?
রোহিঙ্গা ক্যাম্পে এসেছে জর্ডানের রানী ‘রানিয়া’
অবশ্যই বিষয়টা এপ্রিশিয়েট করার মত।
কিন্তু আমি ভাবছি-
রানিয়া আবার তুর্কি ফার্স্ট লেডি এমিন এরদোয়ানকে ডিফেন্ড করার জন্য আসলেন না তো ?
আসলে জর্ডানের সাথে তুরষ্কের বিরোধটা বহু প্রাচীন।
১৯১৬ সালে মক্কার গর্ভনর হুসাইন বিন আলী তুর্কী খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেছিলো।
তার কথা ছিলো- আমি নিজে মক্কা অধিবাসী, কুরাইশ। আমি কেন তুর্কী খিলাফত মেনে নেবো ?
আমি নিজেই তো খিলাফত ঘোষণা করতে পারি ।
হুসাইন বিন আলী’র উপদেষ্টা ছিলো ব্রিটিশ স্পাই টিই লরেন্স (যাকে নিয়ে পরবর্তীতে লরেন্স অব অ্যারাবিয়া মুভিটি নির্মিত হয়)।
এই বিদ্রোহে হুসাইন বিন আলী ব্রিটিশদের সাথে এক হয়ে তুর্কি খিলাফতের বিরুদ্ধে লড়েছিলো।
যার কারণে তুর্কি খিলাফতের পতন তরান্বিত হয়।
(http://bit.ly/2yLUkRp)
বর্তমানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ (রানিয়া যার ওয়াইফ) হচ্ছে সেই হুসাইন বিন আলীর বংশধর।
দ্বিতীয় আব্দুল্লাহ‘র বাবা হচ্ছে হুসাইন বিন তালাল
হুসাইন বিন তালালের বাবা হচ্ছে তালাল বিন আবদুল্লাহ
তালাল বিন আবদুল্লাহ’র বাবা হচ্ছে প্রথম আব্দুল্লাহ
আর প্রথম আব্দুল্লাহ’র বাবা হচ্ছে মক্কার গভর্নর হুসাইন বিন আলী।
সম্প্রতিককালে কাতার অবরোধের ঘোষনার পর একই ঘটনা দেখা যায়। কাতারের পক্ষে তুরষ্ক আসলে, কাতার বিরোধীদের সাথে যোগ দেয় জর্ডান।
রোহিঙ্গা ক্যাম্পে একটি মুসলিম দেশের ফার্স্ট লেডি আসতেই পারেন, এটা কোন সমস্যা নয়। তবে লক্ষণীয়, তুরষ্কের প্রতিপক্ষ হিসেবে কাজটি করা হলো কি না ? সেটা ।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments