দেশ দখল হয়ে যাবে, কিন্তু জনগণ খদ্দেরের মত মজে থাকবে কথিত সুন্দরীদের শরীর মাপতে
খেয়াল করে দেখুন সুন্দরী বিচারের মাপকাঠিতে আছে ঐ নারীর Waist (কোমর), Bust (বুক), Hips (নিতম্ব) এর মাপ।
তারমানে নারীদের কোমর, বুক ও নিতম্বের মাপ মেপে সুন্দরের ছাড়পত্র দেয়া হচ্ছে।
একটা উপন্যাসে পড়েছিলাম-
পতিতালয়ে যাওয়ার পর খদ্দেররা নাকি পতিতাদের ঐসব অঙ্গ-প্রতঙ্গ মেপে বাছাই করে।
আজ থেকে ২ মাস আগে এক পোস্টে (http://bit.ly/2xUOjmm) আমি এই প্রতিযোগীতার নাম দিয়েছিলাম, ‘ভার্জিন পতিতা’ বাছাই প্রোগ্রাম, সেটা যেন দেখতে পাচ্ছি।
তবে প্রোগ্রাম শেষে বোঝা যাচ্ছে-
পতিতা পতিতাই আছে, শুধু ভার্জিনিটিটা নষ্ট হয়ে গেছে।
তারমানে নারীদের কোমর, বুক ও নিতম্বের মাপ মেপে সুন্দরের ছাড়পত্র দেয়া হচ্ছে।
একটা উপন্যাসে পড়েছিলাম-
পতিতালয়ে যাওয়ার পর খদ্দেররা নাকি পতিতাদের ঐসব অঙ্গ-প্রতঙ্গ মেপে বাছাই করে।
আজ থেকে ২ মাস আগে এক পোস্টে (http://bit.ly/2xUOjmm) আমি এই প্রতিযোগীতার নাম দিয়েছিলাম, ‘ভার্জিন পতিতা’ বাছাই প্রোগ্রাম, সেটা যেন দেখতে পাচ্ছি।
তবে প্রোগ্রাম শেষে বোঝা যাচ্ছে-
পতিতা পতিতাই আছে, শুধু ভার্জিনিটিটা নষ্ট হয়ে গেছে।
যাই হোক, আজকে ঐ প্রতিযোগীতার প্রথম হওয়া মেয়েটাকে দেখলাম-
লাইভে এসে কান্নাকাটি করলো। মেয়েটির কান্না দেখে আমার মেয়েটিকে শীর্ষ ‘ধোকাবাজ’ বলে মনে হয়েছে। কারণ-
প্রতিযোগীতায় মেয়েটি প্রথম হয়নি, তারপরও বিশেষ (!) কারণে তাকে জোর করে প্রথম করা হলো। প্রথম ধোকাবাজী ডিটেকটেড।
এরপর ফাঁস হলো, মেয়েটির আগে বিয়ে হয়েছিলো। তারমানে প্রতিযোগীতার শর্ত ভঙ্গ করেছে। এখানে হলো দ্বিতীয় ধোকাবাজি।
লাইভে এসে কান্নাকাটি করলো। মেয়েটির কান্না দেখে আমার মেয়েটিকে শীর্ষ ‘ধোকাবাজ’ বলে মনে হয়েছে। কারণ-
প্রতিযোগীতায় মেয়েটি প্রথম হয়নি, তারপরও বিশেষ (!) কারণে তাকে জোর করে প্রথম করা হলো। প্রথম ধোকাবাজী ডিটেকটেড।
এরপর ফাঁস হলো, মেয়েটির আগে বিয়ে হয়েছিলো। তারমানে প্রতিযোগীতার শর্ত ভঙ্গ করেছে। এখানে হলো দ্বিতীয় ধোকাবাজি।
এই দুই ধোকাবাজিতে গ্রেফতার হয়ে মেয়েটি লাইভে এসে কান্নার অভিনয় করে বললো- আমাকে জোর করে বাল্যবিবাহ দেয়া হয়েছিলো। আমি সেই সময় বাল্যবিবাহ থেকে পালিয়ে এসেছিলাম। দেশকে বাল্যাবিবাহ সম্পর্কে সচেতন করতে আমি এই কাজ করেছি। ভ্যা ভ্যা। (http://bit.ly/2kiW0y1)
ধোকাবাজির একটা সীমা থাকা উচিত। সে মানুষের ইমোশন কেড়ে, কথিত বাল্যবিবাহ বিরোধীদের আশ্রয় চাচ্ছে ?
আরে বোকা ! তুই যদি এতই চালাক হতি, তবে সুন্দরী প্রতিযোগীতা করতে গেলি কেন ? বাল্যবিবাহের বিরুদ্ধে গেলে সন্ত্রাসী ট্র্যাম্পের বউ এসে পুরষ্কার দিয়ে যায়। (http://bit.ly/2xVyJam) কষ্ট করে এই ফালতু প্রতিযোগীতা থেকে পুরষ্কার নেয়ার দরকার কি ?
আরে বোকা ! তুই যদি এতই চালাক হতি, তবে সুন্দরী প্রতিযোগীতা করতে গেলি কেন ? বাল্যবিবাহের বিরুদ্ধে গেলে সন্ত্রাসী ট্র্যাম্পের বউ এসে পুরষ্কার দিয়ে যায়। (http://bit.ly/2xVyJam) কষ্ট করে এই ফালতু প্রতিযোগীতা থেকে পুরষ্কার নেয়ার দরকার কি ?
সবার শেষে বলবো-
রোহিঙ্গা ইস্যুর পর বাংলাদেশের জন্য খুব কঠিন একটি ভবিষ্যত নিকটে এসেছে বলে স্পষ্ট হয়েছে। এ মুহুর্তে বাংলাদেশের জনগনের উচিত ছিলো- বিশেষ সতর্ক হওয়া ও প্রতিরোধে ব্যবস্থা নেয়া। কিন্তু এই মুহুর্তে এইসব ফালতু প্রোগ্রাম দিয়ে জনগণের মন-মগজ অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে। দেশ দখল হয়ে যাবে, কিন্তু জনগণ খদ্দেরের মত মজে থাকবে কথিত সুন্দরীদের Waist (কোমর), Bust (বুক) আর Hips (নিতম্ব) মাপতে।
রোহিঙ্গা ইস্যুর পর বাংলাদেশের জন্য খুব কঠিন একটি ভবিষ্যত নিকটে এসেছে বলে স্পষ্ট হয়েছে। এ মুহুর্তে বাংলাদেশের জনগনের উচিত ছিলো- বিশেষ সতর্ক হওয়া ও প্রতিরোধে ব্যবস্থা নেয়া। কিন্তু এই মুহুর্তে এইসব ফালতু প্রোগ্রাম দিয়ে জনগণের মন-মগজ অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে। দেশ দখল হয়ে যাবে, কিন্তু জনগণ খদ্দেরের মত মজে থাকবে কথিত সুন্দরীদের Waist (কোমর), Bust (বুক) আর Hips (নিতম্ব) মাপতে।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments