প্রধানমন্ত্রীকে কটূক্তি করার কারণে নাটোরে এক নারী গ্রেফতার এবং আমার ভাবনা
প্রধানমন্ত্রীকে কটূক্তি করার কারণে নাকি নাটোরে এক নারী গ্রেফতার হয়েছে।
বিবিসি’র খবরে তাই দেখলাম। (http://bbc.in/2hJVCrk)
বিবিসি’র খবরে তাই দেখলাম। (http://bbc.in/2hJVCrk)
ঐ নারী নাকি ডিসিকে ফোন করে প্রধানমন্ত্রীকে গালাগালি করেছে। এ ব্যাপারে বিবিসি সাংবাদিক ডিসিকে জিজ্ঞেস করে, “ঐ নারী কি বলেছিলো ? ” উত্তরে ডিসি বলে- মেয়েটি বলেছিলো- “প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দুদের এত সুযোগ-সুবিধা দিচ্ছে কিন্তু মুসলমানদের জন্য কিছু করছে না"।
পাঠক ! ঐ ডিসির কথা শুনে স্পষ্ট, সে হিন্দুদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলেছে। কিন্তু শেখ হাসিনাকে গালি দেয়নি। কিন্তু বর্তমানে হিন্দুরাই সবচেয়ে বড় প্রধানমন্ত্রী, সবচেয়ে বড় ভিআইপি। তাই হিন্দুদের বিরুদ্ধে বলায় আসলে এই মামলা। আর ঐ ডিসিও হিন্দুদের বিরুদ্ধে বলাটাকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলা’ বানিয়ে নিজে হিটে উঠতে চাচ্ছে।
ঐ মেয়েটি যে সত্যিই শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলেছে তার দলিল কি ?
ডিসির কাছে কি ঐ নারীর ফোন কলের রেকর্ড আছে ?
নেই । শুধু মুখের কথা নিয়ে একটি মেয়ের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
দুঃখজনক হচ্ছে, মুসলামনদের কোন গার্জিয়ান নেই। থাকলে ঐ মেয়েটির পক্ষ হয়ে কিছু বলতো।
এ অবস্থা যদি কোন নাস্তিক বা হিন্দুর হতো, তাহলে সারা দেশে আন্দোলন শুরু হয়ে যেতো।
ডিসির কাছে কি ঐ নারীর ফোন কলের রেকর্ড আছে ?
নেই । শুধু মুখের কথা নিয়ে একটি মেয়ের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
দুঃখজনক হচ্ছে, মুসলামনদের কোন গার্জিয়ান নেই। থাকলে ঐ মেয়েটির পক্ষ হয়ে কিছু বলতো।
এ অবস্থা যদি কোন নাস্তিক বা হিন্দুর হতো, তাহলে সারা দেশে আন্দোলন শুরু হয়ে যেতো।
আপনাদের মনে থাকার কথা,
১) কিছুদিন আগে গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন মালো নামক এক হিন্দু ছি: ছি হাসিনা বলে শ্লোগান দিয়েছিলো। কৈ তাকে কি গ্রেফতার করা হয়েছে ? হয়নি। তার নামে সামাণ্য মানহানী মামলা হয়েছে, তা জামিনযোগ্য। কিন্তু পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে মামলা করেনি।
২) কিছুদিন আগে হিন্দু সচিব মিহির কান্তি মজুমদার শেখ হাসিনাকে কুত্তার বাচ্চা বলে গালি দেয়। কিন্তু সেটা নিয়ে ব্যক্তি পর্যায়ে মামলা হলেও, পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ফলে মিহিরের কিছুই হয়নি। (http://bit.ly/2vsG2Cr)
৩) ফেসবুকে প্রায় লাইভ ভিডিওতে এতে হিন্দু নেতা গোবিন্দ প্রামাণিক বঙ্গবন্ধুকে অবমাননা করে। কিন্তু সেটার বিরুদ্ধে কখন মামলা হয়েছে বলে কেউ দেখাতে পারবে না। (http://bit.ly/2ylnXvg)
৪) কয়েকদিন আগে শাহবাগ মোড়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের গাড়িতে জুতে ছুড়ে, লাথি মারে হিন্দুরা। (http://bit.ly/2flOCwb) কিন্তু হিন্দুদের বিরুদ্ধে কোন ব্যবস্থা হয়েছে বলে কেউ দেখাতে পারবে না।
৫) এই কয়েকদিন আগে, দিনাজপুরে হিন্দু এমপি মনোরঞ্জন শীল বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে নিজ নামে
কলেজের নামকরণ করে। এরবিরুদ্ধে ব্যক্তি পর্যায়ে দুটি মামলা হলেও সরকার প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। ফলাফল দুটো মামলাই খালাস। (http://bit.ly/2hJ4Q7a)
কলেজের নামকরণ করে। এরবিরুদ্ধে ব্যক্তি পর্যায়ে দুটি মামলা হলেও সরকার প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। ফলাফল দুটো মামলাই খালাস। (http://bit.ly/2hJ4Q7a)
৬) বছর খানেক আগে বরিশালে “শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ও পাঠাগার”র জমি দখল করে নিজস্ব স্থাপনা তৈরী করতে যায় স্থানীয় হিন্দু এমপি পঙ্কজ দেবনাথ। এতে স্থানীয় জনগণ বিরুদ্ধচারণ করে এবং ব্যক্তি পর্যায়ে মামলা করে। (http://bit.ly/2xerGe9) কিন্তু হিন্দু হওয়ায় বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনা বা প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেয়া হয়নি।
তারমানে হিন্দুরা যদি বঙ্গবন্ধু, বাংলাদেশ, শেখ হাসিনাকে নিয়ে হাজার কটূক্তি করে, কুত্তার বাচ্চা বলে গালি দেয়, লাত্থি দেয় তবে তার বিরুদ্ধে প্রশাসন-সরকার-পুলিশ কোন ব্যবস্থা নেবে না। কারণ সে হিন্দু। আর আওয়ামী সরকার হিন্দুদের গোলাম। মনিব গোলামের গালি দিবে, কুত্তার বাচ্চা বলবে, জুতা ছুড়ে মারবে এটাই তো স্বাভাবিক।
অপরদিকে কোন মুসলমান সাধারণ কথা বললেও সেখানে চেতনার অজুহাত দিয়ে গ্রেফতার করা হবে, তথ্য-প্রযুক্তিতে মামলা দিয়ে ১৪ বছরের জেল খাটানো হবে আর হিন্দুদের বিরুদ্ধে কিছু বললে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে সাব্যস্থ করা হবে।
কি অদ্ভূত আইন বাংলাদেশে। আপনারাই বলছেন- হিন্দু-মুসলিম ভাগ করা ঠিক না। কিন্তু নিজেরাই হিন্দু বলে অধিক সুযোগ দিচ্ছেন, পক্ষপাতিত্ব করছে। নাটোরে গ্রেফতার হওয়া মেয়েটি তবে ভুল কিছু বলেনি।
বিঃদ্রঃ নাটোরের ডিসি শাহিনা খাতুনের মোবাইল নম্বর দিলাম ( ০১৭১৩২০১৫১৫, ০৭৭১-৬৬৭৪১)। ফেসবুক আইডি দিলাম (https://www.facebook.com/dc.natore.1)। তাকে আপনারা ফোন করে জিজ্ঞেস করুন, ডিসির কাছে ক্ষমা চাওয়ার পরও দরিদ্র কৃষকের এই মেয়েটিকে কেন আইসিটি অ্যাক্টে মামলা দেয়া হলো।
মেয়েটিকে কোন অপরাধে গ্রেফতার করা হলো ? সে ভুল কি বলেছে ? গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারে। কিন্তু তাতে গ্রেফতার করতে হবে কেন ??
মেয়েটিকে কোন অপরাধে গ্রেফতার করা হলো ? সে ভুল কি বলেছে ? গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারে। কিন্তু তাতে গ্রেফতার করতে হবে কেন ??
এই লিঙ্কে (http://bit.ly/2yWXotg) স্ট্যাটাস দিয়ে ডিসি বিষয়টি নিয়ে সবার সাথে আলোচনা করছে। উল্লেখ্য নাটোরের পুলিশ সুপার হিন্দু নাম বিজয় বিপ্লব তালুকদার। সে মেয়েটিকে পতিতা/যাত্রাশিল্পী বলে মিথ্যা অপপ্রচার করছে।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments