Header Ads

ad728
  • Breaking News

    দিনমজুর কৃষকের মেয়ে শিলা খাতুন হত দরিদ্র এ মেয়েটির সাহায্যে সবাই এগিয়ে আসুন


    এ হত দরিদ্র মেয়েটির সাহায্যে সবাই এগিয়ে আসুন। মেয়েটির নাম শিলা খাতুন (২৪)। মেয়েটির বাবা দিনমজুর কৃষক। অন্যের জমি চাষ করে সংসার চালায়। মেয়েটি গ্রাম থেকে নাটোর শহরে ছোট বোনকে নিয়ে এসেবে জীবিকার তাগিদে। গত ২৯শে সেপ্টেম্বর সে নাটোরের ডিসিকে ফোন করে বলে- আপনি কি শেখ হাসিনা ? এরপর সে ক্ষোভ ঝেড়ে বলে- “শেখ হাসিনা হিন্দুদের জন্য এত কিছু করছে, মুসলমানদের জন্য করছে না কেন ?”
    সে কেন এই কথা বললো এ জন্য তার বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে মামলা দেয়া হয়েছে, তাকে ১৪ বছরের জেল খাটানো হবে।
    একটু চিন্তা করুণ-
    ১) স্বাভাবিক চিন্তা শক্তির কোন মানুষ নিশ্চয়ই ডিসিকে ফোন করে বলবে না- আপনি কি শেখ হাসিনা ?
    ২) স্বাভাবিক চিন্তা শক্তির কোন মানুষ নিশ্চয়ই নিজ ফোন ব্যবহার করে হাসিনাকে গালি দেবে না।
    আমার ধারণা মেয়েটি খুবই দারিদ্রতার মধ্যে কষ্টে আছে। তার বাবা সংসার চালাতে পারছে না, ছোট বোনকে নিয়ে এসেছে শহরে। মেয়েটির চেহারাই বলে দিচ্ছে তার পেটে রয়েছে ক্ষুধা। ক্ষুধা বেশি লাগলে মাথা ঠিক থাকে না। এ অবস্থায় পূজা মণ্ডপে এত সাজগোজ-লাইটিং-সরকারি অনুদান দেখে হয়ত তার মনে হয়েছে- সরকার পূজায় এত সহযোগীতা করলো, অথচ কিছুদিন আগে কোরবানীর ঈদ গেলো, আমাদের দরিদ্রদের তো কোন অনুদান দিলো না। কয়েকদিন আগে বন্যা গেলো, আমরা তো ঠিক মত ত্রাণ পেলাম না।” তারপর পূজার গেট থেকে ডিসির ফোন নম্বর পেয়ে ফোন করে।
    ফেসবুকে এক পোস্টে নাটোরের ডিসি শাহিনা খাতুন স্বীকার করেছে মেয়েটি পরে ক্ষমা চেয়েছে। কিন্তু তারপরেও তাকে আইসিটি মামলা দিতে পরোয়া করেনি প্রশাসন।
    ডিসির দেয়া এ সম্পর্কে পোস্ট পড়ে অবাক হলাম (ইতিমধ্যে মানুষের প্রতিবাদে কারণে পোস্টটি ডিলিট করে দিয়েছে)। বোঝাই যাচ্ছে, মেয়েটি অতিরিক্ত দরিদ্রতার দরুণ কষ্টের বহিঃপ্রকাশে কাজটি করেছে। চেহারাই বলে দিচ্ছে কতদিন যেন ঠিক মত পেটপুরে ভাত খায়নি। ক্ষুধার জ্বালায় হয়ত তার মাথা ঠিক ছিলো না। তাই পাগলের মত এসব বকেছে। অথচ সরকার প্রকাশনের লোকজন এমনভাবে কমেন্ট করছে, যেন মনে হচ্ছে সে বিরাট কোন অপরাধী।
    দেখে কষ্ট হয় -
    যে দেশে বড় বড় ইয়াবা ব্যবসায়ী সরকার দলীয় এমপি হয়
    বড় বড় ক্যাডাররা সরকার-প্রশাসনের মিটিং-মিছিলের নেতৃত্ব দেয়
    যে দেশে বড় বড় চোর-ডাকাতরা এমপি-মন্ত্রী হয়
    যে দেশের পুলিশ প্রশাসন ঘুষ খেয়ে অপরাধে সহযোগীতা করে
    সেই দেশে এই হত দরিদ্র মেয়েটিকে গ্রেফতার করে নাটোরের ডিসি-এসপিরা এত খুশি, যেন মনে হচ্ছে মাফিয়া সম্রাট দাউদ ইব্রাহিমকে গ্রেফতার করেছে।
    দয়া করে সবাই ডিসি শাহিনা খাতুনের ফেসবুক আইডিতে (https://www.facebook.com/dc.natore.1) কমেন্ট/মেসেজ করুন। তাকে ফোন করুন (০১৭১৩২০১৫১৫, ০৭৭১-৬৬৭৪১)। বলুন-
    অবিলম্বে এই নিরীহ দরিদ্র মেয়েটিকে যেন ছেড়ে দেয়া হয়। বলুন- জেল-জরিমানা কখন এই সমস্যা সমাধান নয়। মেয়েটিকে পেট পুরে খেতে দিন, মেয়েটিকে একটি ভালো চাকুরী দিন, সুস্থ মত বাঁচতে দিন। তখন মেয়েটি ভালো কথা বলবে, এর আগে নয়। আরো বলুন- দেশে আরো বড় বড় অপরাধী আছে, তাদের ধরুন। এই সামান্য হত দরিদ্র মেয়েকে ধরে কৃতিত্ব জাহির করার কোন মানে হয় না।

    ------------------------------------------------------------------

    --আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ-  Noyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728