যারা বলে “ভারতের খপ্পর থেকে বের হতে আমেরিকার সাহায্য নাও” এরূপ মূর্খতাসূচক কথা দুনিয়াতে দুইটা নেই
অনেকে বলে, “ভারতের খপ্পর থেকে বের হতে আমেরিকার সাহায্য নাও”
আমার মনে হয়, এ ধরনের মূর্খতাসূচক কথা দুনিয়াতে দুইটা নেই।
যদি কারো নূণ্যতম আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে জ্ঞান থাকে তবে এ ধরনের কথা বলার কথা না।
অথবা, কেউ বলতেও পারে, মানুষকে বিভ্রান্ত করার জন্য।
আমার মনে হয়, এ ধরনের মূর্খতাসূচক কথা দুনিয়াতে দুইটা নেই।
যদি কারো নূণ্যতম আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে জ্ঞান থাকে তবে এ ধরনের কথা বলার কথা না।
অথবা, কেউ বলতেও পারে, মানুষকে বিভ্রান্ত করার জন্য।
আন্তর্জাতিক রাজনীতির হিসেবটা খুব জটিল কিছু নয়।
ভারতের কংগ্রেস সরকার ছিলো রাশিয়াপন্থী
কিন্তু মোদি সরকার ১০০% আমেরিকাপন্থী ও আমেরিকার নেটওয়ার্কেই তার আগমন।
ভারতের কংগ্রেস সরকার ছিলো রাশিয়াপন্থী
কিন্তু মোদি সরকার ১০০% আমেরিকাপন্থী ও আমেরিকার নেটওয়ার্কেই তার আগমন।
আর বর্তমান সময়ে বিষয়গুলো বোঝা তো আরো সহজ হয়ে গেছে।
আমেরিকা এ অঞ্চলে চীনকে টেক্কা দেয়ার জন্য ভারত ও জাপানের সাথে জোট বেধেছে।
এ সম্পর্কে বহু খবর জাতীয় আন্তর্জাতিক মিডিয়াতে আসছে।
আমেরিকা এ অঞ্চলে চীনকে টেক্কা দেয়ার জন্য ভারত ও জাপানের সাথে জোট বেধেছে।
এ সম্পর্কে বহু খবর জাতীয় আন্তর্জাতিক মিডিয়াতে আসছে।
১) India, U.S. and Japan Begin War Games, and China Hears a Message
(খবর : নিউইয়র্কস টাইমস- http://nyti.ms/2v62NM6 )
(খবর : নিউইয়র্কস টাইমস- http://nyti.ms/2v62NM6 )
২) U.S. Military Trains With Japan and India, While China Courts Pakistan
(খবর: নিউজউইক- http://bit.ly/2xs9SYQ)
(খবর: নিউজউইক- http://bit.ly/2xs9SYQ)
৩) How India, U.S. and Japan Can Spoil Beijing's Party
(ইকোনোমিক টাইমস- http://bit.ly/2gIEYow)
(ইকোনোমিক টাইমস- http://bit.ly/2gIEYow)
৪) বঙ্গোপসাগরে আমেরিকা ও জাপানের সঙ্গে ভারতের নৌ-মহড়া শুরু
(http://bit.ly/2i9ls4N)
(http://bit.ly/2i9ls4N)
৫) ভারত-আমেরিকা-জাপানের মোকাবিলায় চীনের ‘রকেট ফোর্স’
(http://bit.ly/2lmiwq6)
(http://bit.ly/2lmiwq6)
(৬) এশিয়ায় নতুন মেরুকরণ : একদিকে আমেরিকা-ভারত অন্যদিকে পাকিস্তান-চীন-ইরান
(http://bit.ly/2yQEZyT)
(http://bit.ly/2yQEZyT)
(৭) আমেরিকামুখী ভারত! (http://bit.ly/2yQEDZ5)
(৮) ১০০ বছর হাত মিলিয়ে চলবে দিল্লি-ওয়াশিংটন: চিনকে বার্তা আমেরিকার (http://bit.ly/2iEjkGf)
আমেরিকা কেন ভারতমুখী ?
উত্তর : চীনকে সামাল দেয়ার জন্য। কারণ এত দূর থেকে আমেরিকা এ অঞ্চলে আসা সম্ভব নয়। ভারতের উপর ভর করে তারা এ অঞ্চলে প্রবেশ করবে। সোজাভাষায়- ভারত হচ্ছে এ অঞ্চলে সম্রাজ্যবাদী আমেরিকার হাত।
এখন আপনি যদি বলেন- ভারত থেকে বাচতে বাংলাদেশের উচিত আমেরিকার সাহায্য নেয়া।
কথাটা কেমন – মায়ের কাছে মাসীর গল্পের মত হয়ে গেলো না ?
আমেরিকা নিশ্চয়ই ভারত ডিংয়িয়ে বাংলাদেশে আসবে না। যদি বোকার মত করেও, তবে সেটা তো মূল পলিসি’র (চীনের বিরুদ্ধচারণ) করার সাথে সাংঘর্ষিক । তাই এটা করার প্রশ্নই আসে না।
কথাটা কেমন – মায়ের কাছে মাসীর গল্পের মত হয়ে গেলো না ?
আমেরিকা নিশ্চয়ই ভারত ডিংয়িয়ে বাংলাদেশে আসবে না। যদি বোকার মত করেও, তবে সেটা তো মূল পলিসি’র (চীনের বিরুদ্ধচারণ) করার সাথে সাংঘর্ষিক । তাই এটা করার প্রশ্নই আসে না।
মূলতঃ আমেরিকার পক্ষ নেয়া মানে বাংলাদেশ আরো বেশি করে ভারতের পেটের ভেতর ঢুকে গেলো। এখনও কিছুটা হলেও ভারত থেকে বের হয়ে আসার আশা উঁকিঝুঁকি দেয়, কিন্তু আমেরিকা আসলে সেই আশা ব্রিটিশ প্রিয়ডের মত শত বছরের মত মিলিয়ে যাবে।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments