৩ তলা কেন ১০ তলা ফ্লাইওভার বানালেও যানজট থাকবে
গতকাল পুরোপুরি উদ্বোধন হলো ঢাকাস্থ মৌচাক-মালিবাগ ফ্লাইওভার। প্রায় ১২০০ কোটি টাকা খরচ এবং জনগনের অসীম ভোগান্তির পর যখন এর নির্মাণ কাজ শেষ হলো তখন জনগণ কিছুটা সস্তির নিঃশ্বাস ফেললো- যাক এত দিনের কষ্ট তাহলে সার্থক হলো। এখন নিশ্চয়ই জ্যাম কমবে ।
কিন্তু কোথায় কি ?
উদ্বোধন হওয়ার সাথে সাথে শুরু হলো যানজট। আগে এক তলা যানজট হলো, এখন হলো ৩ তলা যানজট। বাস্তবতা হলো, ৩ তলা কেন ১০ তলা ফ্লাইওভার বানালেও যানজট থাকবেই, কারণ গাড়িগুলো যখন নামবে তখন সব এক রাস্তায়ই নামবে। ফলে তৈরী হবে বিশাল সিরিয়াল। (https://goo.gl/1mdduP)
উদ্বোধন হওয়ার সাথে সাথে শুরু হলো যানজট। আগে এক তলা যানজট হলো, এখন হলো ৩ তলা যানজট। বাস্তবতা হলো, ৩ তলা কেন ১০ তলা ফ্লাইওভার বানালেও যানজট থাকবেই, কারণ গাড়িগুলো যখন নামবে তখন সব এক রাস্তায়ই নামবে। ফলে তৈরী হবে বিশাল সিরিয়াল। (https://goo.gl/1mdduP)
ঢাকার মত জনবহুল এলাকায় যানজট নিরসনে ফ্লাইওভার-মেট্রোরেল কোন সমাধান নয়, এটা আমি বহুবার বলেছি। বলেছি- ফ্লাইওভার বানিয়ে খরচ নয়, এই অর্থগুলো ঢাকার বাইরের শহরগুলো উন্নত করার জন্য খরচ করুন, ঢাকাকে বিকেন্দ্রীকরণ করুন। কারণ বিকেন্দ্রকীকরণই হচ্ছে যানজট হ্রাসের একমাত্র সমাধান।
এ সম্পর্কে আমার পোস্ট-
১) ঢাকা কেন ফাঁকা ? ফাঁকা ঢাকা পেতে আমাদের কি করতে হবে ?? (https://goo.gl/DJQLML)
২) ঢাকা শহরের জনসংখ্যাকে বিকেন্দ্রীকরণে সহজ উপায় কি ? (https://goo.gl/75rgoU)
৩) মালিবাগ ফ্লাইওভার ধস (https://goo.gl/8RcV4x)
৪) সরকারকে পাগলে পেয়েছে : ফ্লাইওভার শেষ না হতেই মেট্রোরেল (https://goo.gl/ZqPVUU)
৫) ঢাকা শহরে মাত্রাতিরিক্ত যানজট এবং মেট্রোরেল প্রকল্প (https://goo.gl/5QWvXW)
৬) মেট্রোরেল নির্মাণ ও কিছু প্রাসঙ্গিক কথা (https://goo.gl/YTFsD4)
৭) যানজট নিরসনে অযথা টাকা খরচ করছে বাংলাদেশ (https://goo.gl/8NvvzE)
১) ঢাকা কেন ফাঁকা ? ফাঁকা ঢাকা পেতে আমাদের কি করতে হবে ?? (https://goo.gl/DJQLML)
২) ঢাকা শহরের জনসংখ্যাকে বিকেন্দ্রীকরণে সহজ উপায় কি ? (https://goo.gl/75rgoU)
৩) মালিবাগ ফ্লাইওভার ধস (https://goo.gl/8RcV4x)
৪) সরকারকে পাগলে পেয়েছে : ফ্লাইওভার শেষ না হতেই মেট্রোরেল (https://goo.gl/ZqPVUU)
৫) ঢাকা শহরে মাত্রাতিরিক্ত যানজট এবং মেট্রোরেল প্রকল্প (https://goo.gl/5QWvXW)
৬) মেট্রোরেল নির্মাণ ও কিছু প্রাসঙ্গিক কথা (https://goo.gl/YTFsD4)
৭) যানজট নিরসনে অযথা টাকা খরচ করছে বাংলাদেশ (https://goo.gl/8NvvzE)
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments