“বাংলাদেশ প্রজন্ম ফাউন্ডেশনটি’ এনজিও’র আড়ালে ‘হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা’র কার্যক্রম চালাচ্ছে !
বিশেষ দৃষ্টি আকর্ষণ-
বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই ও এসবি, ডিবি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ছবিতে একদল যুবককে দেখতে পাচ্ছেন। এরা একটি এনজিও চালায়। এনজিওটির নাম “বাংলাদেশ প্রজন্ম ফাউন্ডেশন’। ফেসবুক পেইজ https://www.facebook.com/136012080269057/।
চাদা আদায়ের রশিদে দেয়া অস্থায়ী ঠিকানা- ১৯/২, মনিপুরী পাড়া, ফার্মগেট, ঢাকা।
সংগঠনটি কি উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে তার একজন সদস্য (ছবিতে লাল চিহ্ন দেয়া) ‘রাজ সরকার রিংকু’ নামক একটি আইডিতে ঢুকলে দেখা যায়, তাদের লক্ষ্য ‘হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা’ (https://www.facebook.com/100008563389531) ।
রাজ সরকার রিংকু পোস্টগুলোর কিছু আর্কাইভ-
১) মক্কার কাবা ঘরের সাথে একটি মন্দির নিমার্ণ করা হোক - http://archive.li/uMICI
২) হিন্দু নারীদের দেখলেই মুসলমানদের লিঙ্গ চলে আসে - archive.fo/13aEn
৩) মায়ানমারের মত পশ্চিমবঙ্গ থেকেও বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হোক- archive.is/1p50R
৪) মসজিদ মাদ্রাসা বেড়ে যাওয়ার কারণে শিশু ধর্ষণের ঘটনা বাড়ছে- http://archive.fo/iuyHj
৫) রোহিঙ্গা মারার জন্য সুচিকে পুরস্কার দেয়া হোক - http://archive.is/Bt2w9
৬) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি টিউবলাইটের মত হাসে - http://archive.is/ann9b
সম্প্রতি একটি একটি উগ্র হিন্দু গ্রুপ বিশেষ ইন্ধনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই এনজিও ও তার সদস্যরা সেই দলটির সাথে যুক্ত কি না তা দ্রুত খতিয়ে দেখার জন্য বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments