Header Ads

ad728
  • Breaking News

    সারা বিশ্বেই কথিত ‘সুন্দরী প্রতিযোগীতা’র বিরোধীতা করে আন্দোলন করে নারীবাদীরা ব্যতিক্রম শুধু বাংলাদেশে।


    বাংলাদেশে কথিত নারীবাদী দাবিদাররা এই অনুষ্ঠানের বিরোধীতা করা তো দূরের কথা, উল্টো এর পক্ষে ওকালতি পর্যন্ত করে। অনেক নারীবাদী দাবিদাররা তো ঐ অনুষ্ঠানে নারীর বুক-কোমড়-নিতম্ব মাপার দায়িত্ব নেয় (বিবি রাসেল, জুয়েল আইচ, শম্পা রেজা, চঞ্চল মাহমুদ, রুবাবা দৌলা ও সোনিয়া বশির কবির)।
    একটু চিন্তা করে দেখুন-
    নারীদের শরীর মেপে ফার্স্ট-সেকেন্ড-থার্ড নির্ধারণ করা হবে,
    কার হাইমেন আছে, কার নেই
    কার দাত উচু, কার নিচু
    কার নিতম্ব বড়, কার ছোট
    কার ভুড়ি আছে, কার সরু
    এগুলো দিয়ে যদি প্রতিযোগীতা হয়, তবে নারী জাতির মান-সম্মানের বাকি রইলোটা কি ?
    কয়েকদিন আগে আমি ২৪ জন নারীবাদীর ছবি দিয়ে একটি পোস্ট (http://bit.ly/2yMRB8Y) করেছিলাম বিধায়, অনেক নারীবাদী ঝাপিয়ে পড়েছিলো, বলেছিলো- “সৌন্দর্য দিয়ে নারীকে জাস্টিফাই করা ঠিক না। ” কিন্তু আজকে যখন সুন্দরী প্রতিযোগীতার নামে নারীদের ন্যাক্কারজনকভাবে মাপ-ঝোক করা হচ্ছে তখন তারা নিশ্চুপ কেন ? কেন তারা মাঠে নামছে না ?? এদের মধ্যে কেউ কেউ কেন এসবের পক্ষে ওকালতি করছে ???
    এরা তো সেই গোষ্ঠী, যারা পাঠ্য বইয়ে ‘ও’ তে ওড়না পড়ালে ‘দেশ রসাতলে গেলো’, ‘ডিসক্রিমিনেশন- ডিসক্রিমিনেশন’ বলে শ্লোগান দেয়, কিন্তু নারীদের মাপ-ঝোকের ভিত্তিতে দাড়িপাল্লায় ওঠালে নিজেরাই তার পক্ষে নামে।
    আমি তো প্রতিযোগীতা শুরুর আগে (প্রায় ২ মাস পূর্বে) ঠিকই স্ট্যাটাস (http://bit.ly/2xUOjmm) দিয়েছিলাম। বলেছিলাম- একজন নারীর সতিপর্দা আছে না নাই, এটা কি করে প্রতিযোগীতার মানদণ্ড হতে পারে ?
    তারমানে কি এটাই প্রমাণ হয় না,
    নয়ন চ্যাটার্জি হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বড় নারীবাদী।




    ------------------------------------------------------------------

    --আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ-  Noyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728