আধুনিক যুগের এ ক্রুসেডের বিরুদ্ধে মুসলমানদেরকে নেতৃত্ব দেয়ার নেই একজন সালাহুদ্দীন আইউবী
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদ পশ্চিমাদের কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধকে নব্য ক্রুসেড আখ্যায়িত করে বলেছেন-
“আধুনিক যুগের এ ক্রুসেডের বিরুদ্ধে মুসলমানদের নেই কোনো জবাব। নেতৃত্ব দেয়ার জন্য তাদের নেই একজন সালাহুদ্দীন আইউবী।......আজ কোনো মুসলিম দেশের সরকারই ইউরোপ, তথা পশ্চিমাদের চ্যালেঞ্জ করার সাহস রাখে না।.....মুসলিম দেশগুলোর সরকারের কাছ থেকে কোনো সাহায্যের আশা না রেখে ক্রুদ্ধ ও হতাশ অনেক মুসলমান। (http://bit.ly/2y0mf1S)
“আধুনিক যুগের এ ক্রুসেডের বিরুদ্ধে মুসলমানদের নেই কোনো জবাব। নেতৃত্ব দেয়ার জন্য তাদের নেই একজন সালাহুদ্দীন আইউবী।......আজ কোনো মুসলিম দেশের সরকারই ইউরোপ, তথা পশ্চিমাদের চ্যালেঞ্জ করার সাহস রাখে না।.....মুসলিম দেশগুলোর সরকারের কাছ থেকে কোনো সাহায্যের আশা না রেখে ক্রুদ্ধ ও হতাশ অনেক মুসলমান। (http://bit.ly/2y0mf1S)
মাহথির মুহাম্মদের কথাগুলো ভুল নয়। একের পর এক মুসলিমদেশগুলো আগ্রাসন চালিয়ে যাচ্ছে অমুসলিমরা। কিন্তু এর বিরুদ্ধে কোন সক্রিয় ভূমিকা তারা রাখতে পারছে না। অনেক ক্ষেত্রে সরকারই অমুসলিমদের দালাল হয়ে যাচ্ছে। আবার এক মুসলিম দেশ আক্রান্ত হলে পার্শ্ববর্তী কোন মুসলিম রাষ্ট্র এগিয়ে আসছে না।
এই অবস্থায় মুসলমানদের একজন নেতা বা পথ প্রদর্শক খুবই জরুরী। কারণ নেতার অভাবে মুসলমানরা এক হতে পারছে না। প্রতিরোধ করা তো অনেক পরের কথা।
এই অবস্থায় মুসলমানদের একজন নেতা বা পথ প্রদর্শক খুবই জরুরী। কারণ নেতার অভাবে মুসলমানরা এক হতে পারছে না। প্রতিরোধ করা তো অনেক পরের কথা।
কথা হলো,
মুসলমানরা এ অবস্থায় কাকে নেতা মানবে ?
সে আবার অমুসলিমদের দালাল হবে না তো ?
সেই নেতার কি কি যোগ্যতা থাকতে হবে ??
মুসলমানরা এ অবস্থায় কাকে নেতা মানবে ?
সে আবার অমুসলিমদের দালাল হবে না তো ?
সেই নেতার কি কি যোগ্যতা থাকতে হবে ??
মুসলমানদের নেতা বা পথ প্রদর্শক নির্বাচন নিয়ে মুসলমানদের ধর্মগ্রন্থগুলোতে কি বলা আছে। দয়া করে জানতে চাই।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments