Header Ads

ad728
  • Breaking News

    কথায় নয়, কাজে অসাম্প্রদায়িকতা প্রমাণ করতে হয়


    এ বছর দূর্গা পূজা আগের বাংলাদেশের হিন্দু সাম্প্রদায় ঘোষণা দিয়েছিলো- তারা এবার পূজা সংক্ষিপ্ত করবে এবং পূজার খবর বাচিয়ে রোহিঙ্গাদের দেবে। (http://bit.ly/2glmf2v)
    কিন্তু বাস্তবে দেখা গেলো ঠিক উল্টোটা। এবার তাদের পূজার কার্যক্রম ছিলো গতবারের তুলনায় কয়েকগুন বেশি । পূজা উদযাপন পরিষদের হিসেবেই গত বছরের তুলনায় এবার মণ্ডপ ছিলো ৬৮২টি। (http://bit.ly/2g1vsA3)
    এ বছর লাইটিং, গেট সাজানো, প্যান্ডেলে গত বারের তুলায় কয়েকগুন খরচ লক্ষ্য করা গেছে, সেখানে খরচ বাচানোর চিন্তা ‘আকাশ কুসুম’। উল্টো বাংলাদেশের দূর্যোগ আক্রান্তদের টাকা দিয়ে মণ্ডপ প্রতি ৫০০ কেজি করে ৩০,১৩০টি মণ্ডপে ১ কোটি ৫০ লক্ষ কেজি চাল দিয়েছে সরকার। (http://bit.ly/2f54uDo)

    একই ঘটনা দেখা গেছে বাংলাদেশের বৌদ্ধদের ক্ষেত্রেও। তারা বলেছিলো মায়ানমারের রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ হিসেবে তারা ফানুস উড়ানো বন্ধ রাখবে। কিন্তু বাস্তবে দেখা গেলো ঠিক উল্টো। আরো অধিক সংখ্যক ফানুস উড়ানো হলো প্রবরনা পূর্ণিমায়। এমনকি বৌদ্ধ নেতারাও সেখানে জড়িত হলো। (http://bit.ly/2z6dPDK)

    আমি একটা কথা বার বার বলেছি, এখনও বলবো-
    মুসলমানরা অসাম্প্রদায়িকতা দেখিয়ে অন্য ধর্মবলম্বীদের সাথে মিলে থাকতে চায়,
    কিন্তু অন্যধর্মের অনুসারিরা তা মোটেও চায় না। তাদের মধ্যে বিন্দুমাত্র অসাম্প্রদায়িকতা নেই, আছে শতভাগ সাম্প্রদায়িকতা ও মুসলিমবিদ্বেষ । যদি উপর দিয়ে কেউ নূণ্যতম অসাম্প্রদায়িকতা দেখায়ও, তবুও তা নিশ্চিত ধোকাবাজি ও লোক দেখানো, যার পেছনে আছে অন্য কোন স্বার্থ আদায়। এবার হিন্দুদের দূর্গা পূজার খরচ বাচানো আর বৌদ্ধদের ফানুস উড়ানো বন্ধ নামক মিথ্যা প্রতিশ্রুতি সেটার প্রমাণই বহন করে।


    ------------------------------------------------------------------

    --আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ-  Noyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728