Header Ads

ad728
  • Breaking News

    বিয়ে বন্ধ হবে, কিন্তু প্রেম করতে পারবে ।


    স্বর্ণকিশোরী নামক এনজিও’র অনুষ্ঠান
    এনজিওটির মূল শ্লোগান- ১৮ এর আগে বিয়ে নয়, ২০ এর আগে সন্তান নয়।
    এনজিও’র প্রধান ‘ফারজানা ব্রাউনিয়া’ নামক এক কর্পোরেট নারী।

    ঐ কর্পোরেট নারী কিশোরীদের শেখাচ্ছে কিভাবে ‘কর্পোরেট’ হতে হয়।
    ভিডিও দেখুন- কিশোরী মেয়েদের কর্পোরেট ড্রেস ব্লেজার-প্যান্ট পরিয়ে হেলিয়ে দুলিয়ে নাচাচ্ছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে আসাদুজ্জামান নূরকে।
    এই লোক, কথার প্রথমেই বললো- ৪৭ এ ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়ে চরম অন্যায় হয়েছে।
    যদিও-
    ক) আসাদুজ্জামান নূরের বাবা-মা থাকতো কলকাতায়, যারা হিন্দুদের তাড়া খেয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলো।
    খ) ৪৭ এ ধর্মের ভিত্তিতে দেশভাগের পক্ষে খোদ বঙ্গবন্ধুও ছিলো। তাহলে তার ভাষ্যমতে বঙ্গবন্ধু নিজেই অন্যায়কারী ছিলো।
    যাই হোক,
    ফিরে আসি স্বর্ণকিশোরীর এজেন্ডায়। চাইছে- কিশোরীদের বিয়ে বন্ধ করতে । কিন্তু প্রধান অতিধি শিক্ষা দিচ্ছে, কিভাবে নারী-পুরুষ কাছাকাছি আসতে হয়। কিভাবে বন্ধু (!) হতে হয়। কথার ফাঁকে প্রেম-ভালোবাসার কথাও বলে দিয়েছে।
    উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের শিক্ষামন্ত্রনালয় স্বর্ণকিশোরী নামক এনজিও সাথে চূক্তিবন্ধ হয়েছে। (http://bit.ly/2kC5LUS) এই এনজিওটি প্রত্যেক জেলায় জেলায়, থানায় থানায় ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে কমিটি করে দেবে যারা মেয়েদের বিয়ে বন্ধ করবে।
    বিয়ে বন্ধ হবে, কিন্তু প্রেম করতে পারবে ।
    কর্পোরেট হয়ে সবার কাছে দেহ বেচবে।
    কত সুন্দর নিয়ম।
    দেশ কোন দিয়ে এগিয়ে যাচ্ছে, হিসেব কষতে কষ্ট হওয়ার কথা নয়।

    ========================================
    আমার ফেসবুকের মূল পেইজ- Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5)
    পেইজ কোড- 249163178818686
    -----------------------------------------------------------------------
    আমার ফেসবুকের ব্যাকআপ পেইজNoyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
    -----------------------------------------------------------------------

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728