Header Ads

ad728
  • Breaking News

    মূর্তি বা ভাস্কর্যের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন সম্পর্ক নাই


    মূর্তি বা ভাস্কর্যের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন সম্পর্ক নাই । কেউ কোন প্রমাণ বা দলিল দেখাতে পারবে না, কোন মুক্তিযোদ্ধা মূর্তি বা ভাস্কর্যের জন্য যুদ্ধ করেছে। কিন্তু সেই মুক্তিযুদ্ধের খোলস ব্যবহার করে এখন বাংলাদেশের মাঝে মূর্তি ছড়িয়ে দিচ্ছে একটি মহল।
    কিশোরগঞ্জের তাড়াইলে এই মূর্তির শিল্পীর নাম ‘সুষেণ আচার্য্য’। মূর্তির থিমও তার নিজস্ব। তার নিজস্ব থিম সবার ভালো লাগবে এমনটাও নয়। রাস্তার মোড়ে মোড়ে এসকল স্থাপনা তৈরী করা হয় বিউটিফিকেশনের জন্য। কিন্তু জনগণের কাছে যদি তা ভালো-ই না লাগে তবে সেই বিউটিফিকেশনের মানেটা কি ?
    সুষেণ আচার্য তো হিন্দু, মূর্তি তো তাদের ধর্মে বৈধ, আর নগ্ন নারী মূর্তি তো তাদের ধর্মে পূজনীয়। অপরদিকে মুসলমানদের ধর্মে মূর্তি-ই নিষিদ্ধ। নারী কি আর পুরুষ কি ! সুতরাং মুসলমানরা মূর্তির বিরোধীতা করবে এটাই স্বাভাবিক।
    ধরুন, এখন যদি কেউ বলে-
    “মুক্তিযোদ্ধারা গরুর মাংশ খেয়েছে, এটা মুক্তিযুদ্ধের চেতনা। হিন্দু-মুসলমান সবাইকে গরুর মাংশ খেতে হবে।”
    এ কথা কি হিন্দু ধর্মাবলম্বীরা মেনে নেবে ?
    হিন্দুরা হয়ত তখন বলবে – গরুর মাংশ তো মুসলমানদের খাবার, এটার সাথে মুক্তিযুদ্ধের চেতনা যুক্ত করা ঠিক হবে না।
    যদি তাই হয়, তবে হিন্দুদের মূর্তি কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক হতে পারে ?
    মুক্তিযুদ্ধকে যদি সেক্যুলার রাখতে চান, তবে কোন ধর্মীয় কালচারকে কেন তার চেতনার অন্তর্ভূক্ত করেন? এর মাধ্যমে কি মুক্তিযুদ্ধ অবমাননা হচ্ছে না ?
    বিবিসির এই রিপোর্ট উদ্দেশ্যমূলক-
    মূর্তি কালচার হিন্দুদের কালচার। মুসলমানরা সেই কালচারের বিরোধী। কিন্তু তারাই নারী মূর্তি পুরুষ বানিয়ে এখন অযথা মুসলমানদের নারীবিদ্বেষী বানাচ্ছে। সংখ্যাগুরু গোষ্ঠীকে দমন করতে এ ধরনের কন্ট্রোভার্সি নিউজ বেছে নিয়েছে বিবিসি। ধিক বিবিসি, ধিক ।

    ========================================
    আমার ফেসবুকের মূল পেইজ- Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5)
    পেইজ কোড- 249163178818686
    -----------------------------------------------------------------------
    আমার ফেসবুকের ব্যাকআপ পেইজNoyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
    -----------------------------------------------------------------------

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728