Header Ads

ad728
  • Breaking News

    প্রফেসর আমেনা মহসিন আপনি কেন ছাত্র-ছাত্রীদের নিজস্ব বিশ্বাসের উপর হস্তক্ষেপ করছেন?



    গত ১৬ই ডিসেম্বরে দৈনিক প্রথম আলোতে একটা খবর দেখলাম,

    কয়েকজন শিক্ষক বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্র-ছাত্রীদের উপর গবেষণা প্রবন্ধ রচনা করেছে। গবেষণা করতে গিয়ে তারা দেখেছে, ছাত্র-ছাত্রীদের মধ্যে-

    -সম্ভাষণ, বিদায়সহ দৈনন্দিন নানা বিষয়ে শিক্ষার্থীদের কথাবার্তায় আরবি শব্দের ব্যবহার বাড়ছে।

    -নারী শিক্ষার্থীদের মধ্যে হিজাব, নেকাব পরা বাড়ছে,

    -ছেলেদের মধ্যে গোড়ালির ওপর প্যান্ট পরার প্রবণতা বাড়ছে।

    -বৈশাখের শোভাযাত্রাকে হিন্দুধর্মীয় সংস্কৃতির অংশ ব‌লে মনে করছে।

    ছাত্র-ছাত্রীদের এ সব ধর্মের দিকে ঝুকে যাওয়া রুখতে কি কি পদক্ষেপ নেয়া যায়, অনুষ্ঠানে সেটা নিয়েও আলোচনা করা হয়।

    এই গবেষনাপত্রটির অন্যতম গবেষক হচ্ছে প্রফেসর আমেনা মহসিন, তিনি নিজেই সেই অনুষ্ঠানে গবেষনাপত্রটি পড়ে শোনান। (http://bit.ly/2AYXxRE)

    আমি যে ছবিটি দিয়েছি, সেটাও প্রফেসর আমেনা মহসিনের। সম্ভবত গত বছর তিনি নিজ বাসায় সালোয়ার কামিজ (তাদের ভাষায় পাকিস্তানী পোষাক !) পরে মাথায় ঘোমটা দিয়ে, বিরাট এক তসবিহ নিয়ে সৃষ্টিকর্তার নাম জপছেন। কারণ অবশ্য একটা আছে। কারণ হলো, কয়েকবছর আগে তার সন্তান মুফরাদ নাবিল রহমান (যুবক বয়সে) মারা গিয়েছে। এ জন্য পাশের রুমে হুজুর ডেকে দোয়া মাহফিল করছেন (http://bit.ly/2kyQXGC), আর নিজের বেড রুমে মাথায় হিজাব দিয়ে তসবিহ জপছেন প্রফেসর আমেনা মহসিন।

    আসলে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব বিশ্বাস আছে। সেই বিশ্বাসের প্রতিফলন পরে তার কথা-বার্তায়, আচার-আচারণে, পোষাক-আষাকে। বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্র-ছাত্রী হিজাব-নেকাব পড়ছে, আরবীতে সম্ভাষণ-বিদায় বা সালাম দিচ্ছে, পহেলা বৈশাখ বা মঙ্গলশোভাযাত্রাকে হিন্দুত্ববাদী সংস্কৃতি ভাবছে এগুলো তারা নিজ নিজ বিশ্বাসের উপর ভিত্তি করেই করছে। আবার আমেনা মহসিনও ঐ একই বিশ্বাস থেকে হিজাব পড়ে তসবিহ জপছেন এবং মৃত ছেলের জন্য হুজুর ডেকে দোয়া করাচ্ছেন। তিনি তো মথায় হিজাব দিয়ে তসবিহ না জপে উদ্দাম নাচও নাচতে পারতেন, হুজুর না ডেকে সংস্কৃতিকর্মী এনে রবীন্দ্র সংগীতও পাঠ করাতে পারতেন ? কিন্তু সেটা তিনি করেননি, কারণ মৃত ছেলের জন্য সেটা ভালো হবে বলেই তিনি বিশ্বাস করেন না, এবং ‘যা করলে ভালো হবে’ সেই বিশ্বাস থেকে নিজ বাসায় তার আয়োজন।

    আমার প্রশ্ন হলো-
    তিনি নিজে যেটা বাসায় করছেন, বাইরে মিডিয়ার সামানে এসে তিনি কেন সেটার বিরোধীতা করছেন ? কেন ছাত্র-ছাত্রীদের নিজস্ব বিশ্বাসের উপর হস্তক্ষেপ করছেন?

    কেন তার এই দ্বিমুখী আচরণ ??

    প্রফেসর আমেনা মহসিনরা উত্তর দেবেন কি ??



    ========================================
    আমার ফেসবুকের মূল পেইজ- Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5)
    পেইজ কোড- 249163178818686
    -----------------------------------------------------------------------
    আমার ফেসবুকের ব্যাকআপ পেইজNoyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
    -----------------------------------------------------------------------

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728